• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই ভাদ্র ১৪৩২ দুপুর ০১:৩৬:৩৯ (01-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাটিরাঙায় গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ

৩১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৪:৪৬

সংবাদ ছবি

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে পাচারকালে দুই কেজি গাঁজা উদ্ধার করেছে যৌথবাহিনী। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি যৌথবাহিনী।

৩১ ডিসেম্বর মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার রাতে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাবার বাগান এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে গাঁজা মাটিরাঙ্গা বাজারের দিকে নিয়ে আসছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাবারবাগান এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী গাঁজা ভর্তি বস্তা পেলে চলে যাওয়ার চেষ্ঠা করে। এসময় যৌথবাহিনীর হাত থেকে বাঁচতে গাজা বহনকারী মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়।

পরে যৌথবাহিনীর সদস্যরা বস্তা খুলে তাতে দুই কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধার এসব গাঁজার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। এসময় গাঁজা পাচারের ব্যাবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে যৌথবাহিনী।

পরে উদ্ধার গাঁজা ও জব্দ মোটরসাইকেল মাটিরাঙা থানায় সোপর্দ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
রাঙ্গুনিয়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান
১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:০৪

সংবাদ ছবি
চট্টগ্রামে নকল বিড়ি জব্দ
১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৫:০৯