• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ রাত ০৮:৫০:৫১ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

তালায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের মর্মান্তিক আত্মহত্যা

৫ জুলাই ২০২৫ দুপুর ০২:৩২:০৬

সংবাদ ছবি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলায় কালিপদ দাশ (৭৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি তালা সদর ইউনিয়নের খাঁনপুর গ্রামের মৃত কিনারাম দাশের ছেলে।

৫ জুলাই শনিবার সকালে বাড়ির পাশের এক প্রতিবেশী বারেক সরদারের আমগাছে পুরনো লুঙ্গি গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

বৃদ্ধের ছেলে যাদক দাশ জানান, সকালে বাবাকে খুঁজে না পেয়ে এলাকায় খোঁজাখুঁজি শুরু করি। পরে প্রতিবেশীর আমগাছে গাছে বাবার ঝুলন্ত মরদেহ দেখি। আমি নিজেই গাছ থেকে মরদেহ নামিয়ে আনি এবং স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেই।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনউদ্দীন বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি শারীরিক অসুস্থতা ও ঋণের চাপসহ পারিবারিক সমস্যায় ভুগছিলেন।”

স্থানীয় ইউপি সদস্য ইয়াসিন জানান, “কালিপদ দাশ দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি আর্থিক সংকটও ছিল। সম্ভবত এসব কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত হিন্দু নারীর মরদেহ উদ্ধার
৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:৪৩



সংবাদ ছবি
গুঞ্জন নয়, এবার সত্যিই হঠাৎ কক্সবাজারে পিটার হাস!
৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৯:২৪






সংবাদ ছবি
বকশীগঞ্জে সরকারি পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ
৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১০:২৮