• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩২ ভোর ০৪:৪৭:১৩ (04-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে নিখোঁজ বাংলাদেশি যুবক

২০ জুলাই ২০২৫ বিকাল ০৫:৫০:৩৬

সংবাদ ছবি

মো. হানিফ মেহমুদ চাঁপাইনবাবগঞ্জ: চাপাইনবাবগঞ্জে অবৈধপথে সীমান্ত অতিক্রম করার পর নিখোঁজ রয়েছেন মো. লাল চান (২৩) নামে এক বাংলাদেশি যুবক।

১৯ জুলাই শনিবার রাতে সদর উপজেলার জোহুরপুর সীমান্ত দিয়ে ভারতে যায় ওই যুবক। এরপর আর ফিরে আসতে পারেননি এবং এখন তার কোনো খোঁজও মিলছে না।  মো. লালচান নারায়নপুর ইউনিয়নের কালুপুর এলাকার শাহজাহানের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান সে। অন্যরা ফিরে আসলেও লালচান ফিরে আসেননি। এ নিয়ে সকালে এলাকায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে মৃত্যুর খবর কেউ নিশ্চিত করতে পারেনি।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, স্থানীয়দের কাছ থেকেই লালচানের সীমান্ত অতিক্রমের খবর জানতে পারি। পরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-৭১ বিএসএফের নুরপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগে চেষ্টা করেছি। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে লালচানের মৃত্যুর কোন খবর পাইনি। বিএসএফ জানিয়েছে, গতরাতে সীমান্তে কোনো গুলিও হয়নি।

বিজিবি অধিনায়ক আরও জানান, জোহুরপুর সীমান্তে গতরাতে কোনো গুলির শব্দ শুনেননি  বিজিবির টহল দলও। কাজেই লালচানের মারা যাওয়ার খবর সঠিক নয় বলে মনে করছে বিজিবি। লালচানের সন্ধান পাওয়ার জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত হিন্দু নারীর মরদেহ উদ্ধার
৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:৪৩



সংবাদ ছবি
গুঞ্জন নয়, এবার সত্যিই হঠাৎ কক্সবাজারে পিটার হাস!
৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৯:২৪






সংবাদ ছবি
বকশীগঞ্জে সরকারি পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ
৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১০:২৮