• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে ভাদ্র ১৪৩২ সকাল ০৯:০৮:২৬ (05-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লক্ষ্মীপুরে নারীকে দলবদ্ধ ধর্ষণ, আসামি গ্রেফতার ১

১০ আগস্ট ২০২৫ বিকাল ০৫:২৮:৪৩

সংবাদ ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

১০ আগস্ট রোববার সকালে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে প্রধান আসামি জাহাঙ্গীর হোসেন ওরফে লিটনকে পুলিশ গ্রেফতার করেছে। রোববার দুপুরে সদর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটির সত্যতা মিলেছে। এর আগে গতকাল শনিবার রাতে চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকা থেকে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন প্রকাশ লিটন নামের একজনকে আটক করে পুলিশ। পরে আজ দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে ওই নারী শহরে কাঁচাবাজার করতে আসেন। এ সময় ইউসুফ হোসেনসহ তিনজন কৌশলে তাকে সিএনজিতে তুলে নেন। এরপর চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকায় জাহাঙ্গীর হোসেন ওরফে লিটনের বাড়িতে নিয়ে গিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে তাকে বেদম মারধর করে পালিয়ে যান তারা। পরে শনিবার সকালে ওই ঘর থেকে বের হয়ে চন্দ্রগঞ্জ থানায় পুলিশকে বিষয়টি অবহিত করেন ওই নারী। পরে রোববার ভোররাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। এঘটনায় ওই নারী রোববার সকালে জাহাঙ্গীর হোসেন ওরফে লিটন, ইউসুফ হোসেন, পারভেজ হোসেন ও রাজন হোসেন রাজাকে আসামি করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে মামলা করেন।

সদর থানার ওসি মো. আবদুল মোন্নাফ বলেন, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। এই মামলায় আটক জাহাঙ্গীর হোসেন লিটনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
গাজায় বর্বর হামলা চলছেই, একদিনে নিহত আরও ৭৫
৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৪৩:৩০