• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৩:৪১:৩৫ (05-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে হাসপাতালে এক দিনের নবজাতক চুরি, গাফিলতির অভিযোগ

১১ আগস্ট ২০২৫ দুপুর ১২:০৫:৫৬

সংবাদ ছবি

নরসিংদী প্রতিনিধি: জেলার একটি বেসরকারি হাসপাতাল থেকে এক দিনের এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। ১০ আগস্ট রোববার বিকেলে নরসিংদী পৌর এলাকার বাসাইল মোড়ের ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন নবজাতকের স্বজনরা।

জানা গেছে, শিবপুর উপজেলার বাড়ৈআলগি এলাকার সিএনজি চালক শরিফ মিয়ার স্ত্রী মিথিলা শনিবার বিকেলে প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। তবে রোববার বিকেলে হাসপাতালের কেবিন থেকে হঠাৎ করেই নবজাতকটি নিখোঁজ হয়ে যায়।

স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। পর্যাপ্ত পর্যবেক্ষণ না থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের দায় অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান বলেন, "রোগীর পরিবারের উপস্থিতিতেই একজন অপরিচিত নারী, নিজেকে স্বজন পরিচয়ে, কেবিনে প্রবেশ করে। এরপরই শিশুটি নিখোঁজ হয় বলে জানা যায়।"

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত এক নারী আঁচলের নিচে কিছু ঢেকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, তিনিই নবজাতকটি চুরি করেছেন।

ঘটনার পরপরই পুলিশ হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে। নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক কুমার গুহ বলেন, "নবজাতক চুরির খবর পেয়ে আমরা হাসপাতাল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনায় চোর শনাক্তের চেষ্টা চলছে। নবজাতক উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।"

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
আওয়ামীপন্থী শিল্পীদের নিয়ে যা বললেন ন্যান্সি
৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:১৩:৩৪

সংবাদ ছবি
স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা!
৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:০৯:২৭


সংবাদ ছবি
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
৫ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৫৬:৩৬




সংবাদ ছবি
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
৫ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:২২:৪৪