• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩২ ভোর ০৪:১৩:৪৩ (04-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মতলব উত্তরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

১৫ আগস্ট ২০২৫ সকাল ১১:১৬:৩৭

সংবাদ ছবি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের চরমাছুয়া গ্রামে গলায় ফাঁসি দিয়ে শামীমা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে ১৪ আগস্ট বৃহস্পতিবার সকাল অনুমান ১০টা ১৫ মিনিটের দিকে।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানায়, শামীমা আক্তার ২০২৪ সালে মতলব রয়মননেছা মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। ঘটনার দিন সকালে তিনি মোবাইলে কারও সঙ্গে কথা বলছিলেন, তবে কার সঙ্গে কথা হচ্ছিল তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। পরিবারের ধারণা, প্রেমঘটিত কোনো কারণেই হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

শামীমা আক্তারের মা ফাতেমা বেগম জানান, সকালে ঘরের কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করি। প্রতিবেশীরা এসে মেয়েকে নামায়, কিন্তু ততক্ষণে তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে।

খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিহত শামীমা আক্তার চরমাছুয়া মিজি বাড়ির সালাউদ্দিন মিজি ও ফাতেমা বেগমের মেয়ে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত হিন্দু নারীর মরদেহ উদ্ধার
৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:৪৩



সংবাদ ছবি
গুঞ্জন নয়, এবার সত্যিই হঠাৎ কক্সবাজারে পিটার হাস!
৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৯:২৪






সংবাদ ছবি
বকশীগঞ্জে সরকারি পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ
৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১০:২৮