কুমিল্লা প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান উল্লাহ বুলু বলেছেন, মুসলিম বিশ্বের হজরত ওমর (রাঃ) পর যদি কোন সৎ যোগ্য ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক এসে থাকেন তবে তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
১৪ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লাকসামে পৌর অডিটোরিয়ামে আয়োজিত কুমিল্লা লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপি তিনটি ইউনিটের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি আরও বলেন, যারা স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন না, এদেশে তাদের ভোট চাওয়া এবং নির্বাচন করার অধিকার নেই। নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে না। আইনশৃঙ্খলাসহ নানা সংকট উত্তরণের একটিমাত্র রাস্তা হচ্ছে নির্বাচন। নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের কোন গতি নেই।
সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় বিএনপি'র কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ নেতাকর্মীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available