• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই ভাদ্র ১৪৩২ দুপুর ০১:১৪:৪১ (01-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

টঙ্গীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা

১৬ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:৪০

সংবাদ ছবি

টিটন কুমার ঘোষ, টঙ্গী প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে দেশ ও জাতির মঙ্গল কামনায় বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

১৬ আগস্ট শনিবার সকাল থেকে সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।রঙিন ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে ভক্তরা অংশ নেন। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাক-ঢোল ও ভজন-কীর্তনের মাধ্যমে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি রঞ্জিত কুমার দাস, সাধারণ সম্পাদক শ্রী অমল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক রিদয় চন্দ্র বর্মন, কোষাদক্ষ আনন্দ সরকার, টিটন কুমার ঘোষসহ সাধারণ সম্পাদক অমল চন্দ্র রায়।

অনুষ্ঠানের আয়োজন ও সমন্বয় করেন মন্দির পরিচালনা কমিটি, সহযোগিতায় ছিলেন হিন্দু জনকল্যাণ সমিতি, উপদেষ্টা পরিষদ, যুব পরিষদ এবং সনাতন ধর্মের ভক্তবৃন্দ।

র‌্যালি শেষে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা অর্চনা, ধর্মীয় প্রার্থনা ও আলোচনাসভা। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মানবকল্যাণের জন্য মন্ত্রোচ্চারণ করা হয়।

ভক্তবৃন্দ বলেন, জন্মাষ্টমী শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ন্যায়, সত্য ও ধর্ম প্রতিষ্ঠার প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব। 
উৎসবমুখর পরিবেশে টঙ্গীজুড়ে হাজারো ভক্ত শোভাযাত্রা ও পূজার আনন্দ উপভোগ করেন। শোভাযাত্রা শেষে উপস্থিতদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এবং ধর্মীয় সংগঠনগুলো ভক্তদের কাছে শুভেচ্ছা ও শিক্ষামূলক বার্তা পৌঁছে দেন।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম আমাদের সকলকে ন্যায় ও সত্যের পথে চলার শিক্ষা দেয়। তাঁর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণ প্রতিষ্ঠিত হবে।

টঙ্গীজুড়ে এ উৎসবমুখর আয়োজন স্থানীয় জনগণের মধ্যে ধর্মীয় ঐক্য ও সম্প্রীতির প্রতিফলন ঘটায়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের আনন্দ ও উৎসাহ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
রাঙ্গুনিয়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান
১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:০৪

সংবাদ ছবি
চট্টগ্রামে নকল বিড়ি জব্দ
১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৫:০৯





সংবাদ ছবি
ভূমিকম্পে আফগানিস্তানে নিহত ২৫০, আহত ৫০০
১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:১৬:৪৬

সংবাদ ছবি
নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:০৮:৪৭