• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই ভাদ্র ১৪৩২ দুপুর ০২:২৬:৪৯ (01-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামগড়ে মা-মেয়ে খুন: গ্রেফতার যুবক

২৮ আগস্ট ২০২৫ বিকাল ০৩:৫৩:৫০

সংবাদ ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলার  পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব বাগান টিলায় মা-মেয়ে খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামি সাইফুল ইসলাম (৩৫) উত্তর কুহুমা দারোগাছড়া খালের মাথা ছাগলনাইয়া এলাকা মো. শাহাবুদ্দিন এর ছেলে।

গলা কেটে হত্যা করা মা আমেনা খাতুন (৮৮) ও মেয়ে রাহেনা আক্তার(৪০) দুইজনই গ্রেফতার আসামি সাইফুল ইসলাম এর আপন দাদি ও ফুফু হয়।

পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, ঘটনার দিন আসামি সাইফুল ইসলাম তার দাদির বাড়িতে এসে টাকার দাবিতে ভিকটিমদের ওপর আক্রমণ করে। এ সময় আসামি দাদি আমেনা খাতুন ও খালা রাহেনা আক্তারকে গলা কেটে হত্যা করে। পরে আসামি ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও গহনা লুট করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। এসময় তার কাছ থেকে ভিকটিম রাহেনা আক্তারের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা সে চট্টগ্রামের ভূজপুর থানাধীন ইসলামপুর বাজারে এক দোকানদারের কাছে ৪০০ টাকায় বিক্রি করেছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
রাঙ্গুনিয়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান
১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:০৪

সংবাদ ছবি
চট্টগ্রামে নকল বিড়ি জব্দ
১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৫:০৯