• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ দুপুর ১২:১৪:৪৭ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আখাউড়ায় শ্মশানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

২৯ আগস্ট ২০২৫ সকাল ১১:৩৮:১৬

সংবাদ ছবি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটি ফেলে শ্মশানের জায়গা দখল করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ। ২৮ আগস্ট বৃহস্পতিবার সকালে পৌরশহরের সড়ক বাজার মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, গত ২০ আগস্ট পৌরশহরের রাধানগর কলেজ পাড়ায় শ্মশানের পাশে মাপঝোঁক করে খুঁটি দিয়ে লাল নিশান টানিয়ে দেয় উপজেলা প্রশাসন। প্রশাসন তখন বলেছিল, তারা সরকারি জায়গা মাপঝোঁক করছেন। কাউকে জায়গা বুঝিয়ে দেবেন না। কিন্তু গত কয়েকদিন ধরে মুছা মিয়া নামে এক ব্যক্তি লাল নিশানের পাশে মাটি ফেলে শ্মশানের জায়গায় দখল শুরু করেছেন।

মানববন্ধন থেকে তারা ৭ দিনের মধ্যে শ্মশানের জায়গা দখলমুক্ত করার জন্য প্রশাসনকে আল্টিমেটাম দেন।
 
শান্তিবন মহাশ্মশানে প্রধান পুজারী আশীষ ভ্রম্যচারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের সভাপতি চন্দন ঘোষ, সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, মহাশ্মশানের সভাপতি হীরালাল সাহা, জেলা পুজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন, জেলা হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি এড. জয়নাল শীল, আখাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মন্তাজ মিয়া, প্রভাষক সুভাস দাস, পৌর যুবদলের আহবায়ক জাবেদ আহমেদ ভূইয়া প্রমুখ।

এ ব্যাপারে অভিযুক্ত আবু মুছা ভূইয়া বলেন, আমি আমার নিজস্ব জায়গায় মাটি ভরাট করছি। শ্মশানের জায়গা দখল করার অভিযোগ সত্য নয়।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা বলেন, আমরা সরকারি জায়গা মাপঝোঁক করে লাল নিশান দিয়েছি। এটা জেলা প্রশাসকের ১নং খাস খতিয়ানভুক্ত জায়গা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রিয়েলমির ‘৮২৮ ফ্যান ফেস্টিভাল’ উদযাপন
৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১০:১৮





সংবাদ ছবি
বামনায় ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:০৭:৩২




সংবাদ ছবি
ঘাসের বস্তায় মিললো ১ লাখ ৩০ হাজার ইয়াবা, আটক ১
৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪১:৩২