• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:২২:০২ (02-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

‘নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির করলে কাউকে ছাড় দেয়া হবে না’

৬ জুলাই ২০২৩ সকাল ১১:০৬:২০

সংবাদ ছবি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেছেন, নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না। নির্বাচনের দিন সকল কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হবে। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।

৫ জুলাই বুধবার রাতে শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন ২০২৩ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

মারুফুর রশিদ খান আরও বলেন, প্রচার-প্রচারণা করা যাবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং মাইকিং করা যাবে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। এই সময়ে মধ্যে প্রার্থীদের প্রচারের কাজ শেষ করতে হবে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা এসএমএ কাদের, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আনোয়ার হোসেনসহ কাদিরপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও মাদবরেরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আগামী ১৭ জুলাই এই উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৭



সংবাদ ছবি
ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৭:১৮


সংবাদ ছবি
নীলফামারীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ১
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:২৪:৫৯