• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৮:৫২ (02-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

যারা পদ্মাসেতুকে নড়বড়ে বলেছিলো, তারা এখন কোন পথে পদ্মা পাড়ি দেন?

২৭ আগস্ট ২০২৩ সকাল ১০:২৭:১৫

সংবাদ ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি: যারা পদ্মাসেতুকে নড়বড়ে বলেছিলো, তাঁরা এখন কোন পথে পদ্মা পাড়ি দেন, এ প্রশ্ন রেখে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পুরোটা জীবন মেহনতি-শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছেন। আজ যে বাংলাদেশ, লাল সবুজের পতাকা, সবই তার অবদান। বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টি সালের ছয়দফা থেকে একাত্তর সালের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের পথ পাড়ি দিতে গিয়ে জীবনের চার হাজার বিরাশি দিন জেল খেটেছেন।

২৬ আগস্ট শনিবার বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙার সীমান্তবর্তী তাইন্দং বাজার মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত জন-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পঁচাত্তরের পনের আগস্টের খুনীরা দেশকে আবারও অন্ধকারে নিযে যেতে চায়। ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে একাত্তরের মতো নারকীয় অত্যাচার চালিয়ে ছিলো। ইয়াসিনের মতো নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছিলো।

তাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ মজুমদারের সভাপতিত্বে এবং ইউপি চেয়ারম্যান পেয়ার আহাম্মদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন মোরশেদ খান এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনা আকতার।

এ সময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, মাটিরাঙা উপজেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, জেলা শ্রমিক লীগের সভাপতি জানু সিকদার, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ক্যজরী মারমা এবং জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হেলাল উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৭



সংবাদ ছবি
ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৭:১৮


সংবাদ ছবি
নীলফামারীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ১
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:২৪:৫৯