• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩২ ভোর ০৪:৪৩:৪১ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

হেভিওয়েট ইনুকে পরাজিত করলেন কামারুল

৮ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:৫১:৩৭

সংবাদ ছবি

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ১৪ দলের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীকে নির্বাচন করে পরাজিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন ট্রাক প্রতীক নিয়ে ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইনু পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট।

Ad

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ৫৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার, নারী ভোটার ২ লাখ ২৫ হাজার ৬শ’ এবং তৃতীয় লিংগের ভোটার ৩ জন।

Ad
Ad

নির্বাচনে এই আসন থেকে বিভিন্ন প্রতীকে মোট প্রার্থী ছিলেন ৮ জন। ভোট পড়েছে ২ লাখ ২০ হাজার ২৩৭টি এবং ভোট বাতিল হয়েছে ৫ হাজার ৯৮৫টি। এই আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৬১টি।

জাসদ সভাপতি ইনু ১৯৯১ সাল থেকে ২০০১ পর্যন্ত জাসদ থেকে নির্বাচন করে পরাজিত হলেও ২০০৮ সালে মহাজোট থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হন। এরপর ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ২০১৮ সালে বড় ব্যবধানে জয় লাভ করেন।

প্রসঙ্গত, বিগত ১০ বছরে আওয়ামী লীগের সঙ্গে নানা কারণে দ্বন্দ্ব প্রকট হয় ইনুসহ জাসদের। এর ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে আওয়ামী লীগ নেতাদের বিরোধিতার মুখে পড়েন তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১

সংবাদ ছবি
ঢাকাতে বিএনপির প্রার্থী হলেন যারা
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:২৮

সংবাদ ছবি
যে আসনে লড়বেন তারেক রহমান
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৯


Follow Us