• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩২ ভোর ০৪:৪৩:৫৯ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

জনগণই সকল ক্ষমতার উৎস: নুরুল হক নুর

৭ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:০৭:১১

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নিবেন। মানুষ যাতে আপনাদের উপর ত্যক্ত না হয়, সেভাবে কাজ করবেন। মানুষের পাশে থাকবেন। জনগণই ক্ষমতার উৎস।

Ad

৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে গণঅধিকার পরিষদ আয়োজিত পথসভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এসব কথা বলেন।

Ad
Ad

তিনি বলেন, ফ্যাসিবাদ সরকার মনে করেছিলো কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। ছাত্র-জনতার অল্প কয়েকদিনের আন্দোলনে যেভাবে পতন হলো তা কল্পনাও করা যায়নি। এ কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয়। জনগণ ও ছাত্ররা রাস্তায় নেমেছে বলেই তখন পতন হয়েছে।

নুরু বলেন, এক ফ্যাসিবাদ বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ড, সবজিবাজারসহ সারাদেশ যেভাবে দখল করেছিলো। তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ জায়গা করতে চায়। তাদের জায়গা হবে না। রাজনীতি নতুন ধারায়, নতুন পথে চলবে।

তিনি তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে জানান, জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন। কৃষক যাতে থানায় গিয়ে সম্মান পায়, হাসপাতালে গিয়ে চিকিৎসা পায় সেই ব্যবস্থা নিশ্চিত করবেন। জনগণই সকল ক্ষমতার উৎস। আপনারা এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াবেন। অপরাধী পুলিশের শাস্তি হবে। বাকি পুলিশদের সহযোগিতা করবেন। পুলিশ না থাকলে আইনশৃঙ্খলা থাকবে না। আর কোনো রাজনৈতিক নেতার কথায় মামলা হবে না।

ভাঙ্গা উপজেলা গণঅধিকার পরিষদের সমন্বয়ক আনিসুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক জিয়া শেখ, জেলা শ্রমিক অধিকার পরিষদের সমম্বয়ক আরিফ হোসেন, নুর আলম মাতুব্বর, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হারুনর রশীদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাকিল, সমম্বয়ক বিপ্লব মুন্সি, সোহাগ মোল্লা, আ. মান্নানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১

সংবাদ ছবি
ঢাকাতে বিএনপির প্রার্থী হলেন যারা
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:২৮

সংবাদ ছবি
যে আসনে লড়বেন তারেক রহমান
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৯


Follow Us