• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ সকাল ০৬:০১:৩৩ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

২৯ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০:৫১:৫৬

সংবাদ ছবি

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে বিকাশ ব্যবসায়ী আবুল কাসেম (২৩) খুনের ঘটনায় শুক্রবার রাতে নিহতের বাবা মো. নুরু উদ্দিন মোল্লা বাদী হয়ে অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Ad

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা সময় কলাগাছিয়া বাজারের দোকান থেকে ৬ লক্ষ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হাতে খুন হন কাসেম। খুনিরা ওই সময় তার সাথে থাকা ৬ লক্ষ টাকা নিয়ে যায়। খুনের এ ঘটনায় সন্দেহ ভাজন ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Ad
Ad

জানা যায়, নিহত আবুল কাশেম কলাগাছিয়া বাজারে বিকাশ, ফ্লেক্সিলোড ও ইলেকট্রনিক্স মালামালের ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে  দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টা সময় দোকানের মাল বিক্রি এবং বিকাশের টাকা নিয়ে বাড়ির কাছে পৌঁছলে দুর্বৃত্তরা পথরোধ করে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে তাকে ধান ক্ষেতে ফেলে  টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বাড়িতে ফিরতে কাসেমের বিলম্ব দেখে তার ভাইরা খুঁজতে বেড়িয়ে দেখেন ধান ক্ষেতে কাসেম রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে। এসময় তাকে দ্রুত উদ্ধার করে স্বজনরা পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 
কাসেম নিহতের ঘটনায় তার বাবা মো. নুর উদ্দিন মোল্লা শুক্রবার রাতে আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। ওই রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পটুয়াখালীর কলাতলা ও কেওয়াবুনিয়া থেকে  নিজাম (৪৭) ও কামাল (৪৫) কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। বাবা মো. নুর উদ্দিন মোল্লা বলেন, আমি আমার ছেলের হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আমতলী থানার ওসি তদন্ত আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, কাসেম হত্যার ঘটনায় শুক্রবার রাতে বাবা নুর উদ্দিন মোল্লা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে নিজাম ও কামাল নামে দুজনকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ওসমান হাদি ইন্তেকাল করেছেন
১৯ ডিসেম্বর ২০২৫ রাত ১২:২৭:১১



সংবাদ ছবি
মনোনয়নপত্র নিলেন মির্জা ফখরুল
১৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৬:৫৬




সংবাদ ছবি
ফসলি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে হত্যা
১৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৮:৩৮


Follow Us