• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ রাত ০৮:৫২:৪৪ (03-Nov-2025)
  • - ৩৩° সে:

নির্বাচন কমিশনার হলেন চাঁপাইনবাবগঞ্জের সানাউল্লাহ

২২ নভেম্বর ২০২৪ সকাল ০৮:২৭:০৩

সংবাদ ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কৃতি সন্তান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেয়া হয়। একই সাথে আরও তিন জনকে নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয় ওই প্রজ্ঞাপনে।

Ad

নিয়োগ প্রাপ্ত অন্য তিন কমিশনার হলেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ এবং অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ।

Ad
Ad

এদিকে নাচোল পৌর এলাকার মাষ্টার পাড়ার কৃতি সন্তান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচন কমিশনার পদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় উপজেলায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। তারা বলছেন, উপদেষ্টা পদে না হোক নির্বাচন কমিশনার হিসেবে উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তানকে নিয়োগ দেয়ায় জেলাবাসী গর্ববোধ করছে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন পুনর্গঠনে ২৯ অক্টোবর মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ছয় সদস্যের সার্চ কমিটি যাচাই-বাছাই করে ২০ নভেম্বর বুধবার ১০ জনের একটি তালিকা রাষ্ট্রপতির দফতরে প্রেরণ করেন। পরে রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার এবং বাকি চারজনকে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জন্মগ্রহণকারী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ শিক্ষা জীবনে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় এবং নাচোল কলেজে অধ্যয়ন করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় ৩৫ বছরের চাকরি জীবনে কমান্ড, স্টাফ, নির্দেশনা, গোয়েন্দা এবং কূটনৈতিকসহ বিভিন্ন সামরিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাহসী, পেশাদার এবং একাডেমিক কৃতিত্বে তিনি সুপরিচিত। গুণী পরিবারের সদস্য এই নির্বাচন কমিশনারের বড় ভাই আপেল আব্দুল্লাহ একজন খ্যাতিমান কবি-লেখক ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১

সংবাদ ছবি
ঢাকাতে বিএনপির প্রার্থী হলেন যারা
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:২৮

সংবাদ ছবি
যে আসনে লড়বেন তারেক রহমান
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৯

সংবাদ ছবি
আসন্ন নির্বাচনে ৩ আসনে লড়বেন বেগম খালেদা জিয়া
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:২৯


Follow Us