• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ রাত ০৮:৫২:৩২ (03-Nov-2025)
  • - ৩৩° সে:

শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দাবিতে মানববন্ধন

২৫ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১৬:৩৩

সংবাদ ছবি

সাজু মিয়া, বগুড়া: শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দাবিতে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার দুপুরে ঐতিহাসিক সাতমাথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Ad

সংগঠনের সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, পতিত ফ্যাসিবাদী সরকার গত ১৭ বছর দেশের সেরা উইকেট সমৃদ্ধ শহীদ চান্দু স্টেডিয়ামের প্রতি চরম অবিচার ও বৈষম্য করেছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করেনি। ফলে স্টেডিয়ামের আউটফিল্ড, গ্যালারিসহ সব অবকাঠামোয় মরিচা ধরেছে। আবারও আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা ফিরে পেতে অতিদ্রুত সংস্কার প্রয়োজন। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পুনরায় আন্তর্জাতিক মর্যাদা ফিরে পেতে অবিলম্বে ক্রীড়া উপদেষ্টাকে স্টেডিয়াম পরিদর্শনের দাবি জানানো হয়।

Ad
Ad

মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ আলিম। এ সময় আরও বক্তব্য রাখেন বিসিবি’র সাবেক পরিচালক ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম আর সিদ্দিক লেমন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বিএফইউজে’র নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, বগুড়া প্রেস ক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বাংলাদেশ সাংবাদিক সংস্থার সভাপতি মমিনুর রশীদ শাইন, বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, বাফুফে’র কাউন্সিলর খাজা আবু হায়াত হিরু, জাতীয় নাগরিক কমিটির বগুড়া জেলা সমন্বয়ক আব্দুল্লাহিত ত্বাকী, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, বগুড়া প্রেস ক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক তানভির আলাম রিমন, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেরুল সুজন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, আম্পায়ার্স এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন প্রতিনিধি সাহেদুল ইসলাম রবি, সিরাজুল ইসলাম সাজু, আরাফাত রাহি, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহীম, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শামীম আলম, কোষাধ্যক্ষ সানাউল হক শুভ, সাবেক ক্রীড়াবিদ গোপাল তেওয়ারি, সাবেক ক্রিকেটার মাহবুবুর রহমান প্যাটেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাকিব খান, নারী ক্রিকেটার রানী তালুকদার, অনূর্ধ্ব ১৮ দলের ক্রিকেটার ইয়াকুব প্রমুখ।

সাংবাদিক, ক্রীড়াবিদ, সংগঠকসহ বগুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১

সংবাদ ছবি
ঢাকাতে বিএনপির প্রার্থী হলেন যারা
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:২৮

সংবাদ ছবি
যে আসনে লড়বেন তারেক রহমান
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৯

সংবাদ ছবি
আসন্ন নির্বাচনে ৩ আসনে লড়বেন বেগম খালেদা জিয়া
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:২৯


Follow Us