• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ রাত ০৮:৩৬:১০ (03-Nov-2025)
  • - ৩৩° সে:

বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

৯ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:৪৯:৫৩

সংবাদ ছবি

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর আড়াইটার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ফারুক খন্দকারকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় এজাহারনামীয় ১৩নং আসামি।

Ad
Ad

এর আগে ৩১ জানুয়ারি রাত দেড়টার দিকে বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় অগ্নিকাণ্ডে জাতীয়তাবাদী দল বিএনপি কার্যালয়ের দলীয় কাগজপত্রসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় মর্মে উল্লেখ করে কাহারোল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। গত ৭ ফেব্রুয়ারি এই মামলাটি দায়ের করা হয়।  

মামলার এজাহারে বঙ্গবন্ধু সৈনিক লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি কামাল হোসেন, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কাহারোল উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, কাহারোল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন, কৃষকলীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম, কাহারোল শহর শাখা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন সাদ্দামসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।

কাহারোল থানা অফিসার ইনচার্জ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, কাহারোল বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে এজাহার নামীয় এক আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের আইনের আওতায় নিয়ে আসার অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১

সংবাদ ছবি
ঢাকাতে বিএনপির প্রার্থী হলেন যারা
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:২৮

সংবাদ ছবি
যে আসনে লড়বেন তারেক রহমান
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৯

সংবাদ ছবি
আসন্ন নির্বাচনে ৩ আসনে লড়বেন বেগম খালেদা জিয়া
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:২৯


Follow Us