• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:১৪:২৫ (03-Nov-2025)
  • - ৩৩° সে:

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

১১ মার্চ ২০২৫ বিকাল ০৩:৪৬:৩৭

সংবাদ ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে।

Ad

১১ মার্চ মঙ্গলবার সকাল সাতটা থেকে গাজীপুর মহানগরীর টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএস আই এস নামক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই যানজটে দুর্ভোগে পড়েছে হাজারো যাত্রী।

Ad
Ad

জানা যায়, সোমবার (১০ মার্চ) কারখানাটির প্রায় ১হাজার ৩শ জন শ্রমিক ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন ও সেই সঙ্গে ঈদ বোনাস ও শ্রমের অতিরিক্ত মজুরি (ওভারটাইম) টাকা পরিশোধের তারিখ নির্ধারণের দাবি জানায় কারখানা কর্তৃপক্ষের কাছে। কারখানা কর্তৃপক্ষ ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন আগামী ২৫শে মার্চ পরিশোধের তারিখ ঘোষণা করেন। এতে কারখানার শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে দিনভর কর্মবিরতি পালন শেষে সন্ধ্যায় কারখানা ছেড়ে চলে যান।


মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটোকে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণার নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে কারখানার প্রধান ফটক ছেড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টা যাবৎ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে।

আয়রন ম্যান রাজু ইসলাম জানান, ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়াও ওভারটাইম ও ঈদ বোনাস কবে নাগাদ পরিশোধ করা হবে সে বিষয়ে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের জানায়নি। কারখানা কর্তৃপক্ষের কাছে একাধিকবার অনুরোধ করেছি, কিন্তু তারা সমাধানে কোনও উদ্যোগ নেননি। আজ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

সুইং অপারেটর রেজাউল হক বলেন, ৩ বছর যাবৎ আমি এইখানে কাজ করি। টাকা চাইলেই হুট করে কারখানা থেকে বের করে দেয়। বহিরাগত লোক দিয়ে মারধর করে।

অপারেটর মাহফুজা বলেন, বেতনের টাকা চাইলে মালিকপক্ষ সবসময় গালমন্দ করে। নোংরা ভাষায় কথা বলে। তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গাজীপুরে শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, আন্দোলনরত শ্রমিকদের সাথে আলোচনা হয়েছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর হয়েছে। যান চলাচলর স্বাভাবিক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:২৮

সংবাদ ছবি
বিএনপির ২৩২ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা
৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:৪৯







সংবাদ ছবি
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২৩:৪৯



Follow Us