• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা পৌষ ১৪৩২ রাত ১২:৫৯:৩৩ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

৩৮ বছরের কর্মজীবন শেষে বিদায় নিলেন সকলের প্রিয় শিক্ষক রনজয় কুমার দাস

৩০ মে ২০২৫ দুপুর ১২:৩১:৩৫

সংবাদ ছবি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রনজয় কুমার দাস ৩৮ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনেছেন।

Ad

২৯ মে বৃহস্পতিবার ছিল তাঁর চাকরি জীবনের শেষ কর্মদিবস। এ উপলক্ষে স্কুলের সহকর্মী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে এক হৃদয়গ্রাহী বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Ad
Ad

দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আসুক আহমদ এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষক বদরুল হক। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক রনজয় কুমার দাসকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে বিদায়ী শিক্ষক রনজয় কুমার দাস নিজের শিক্ষকতা জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘এই বিদ্যালয় শুধু আমার কর্মস্থল ছিল না, এটি ছিল আমার দ্বিতীয় পরিবার। আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো কেটেছে এই স্কুলের আঙিনায়। শিক্ষার্থীদের মাঝে যে ভালোবাসা ও শ্রদ্ধা পেয়েছি, তা আমি কখনো ভুলতে পারবো না।’

তিনি আরও বলেন, ‘আমি এই বিদ্যালয়ে যোগদান করেছিলাম এক তরুণ শিক্ষক হিসেবে। সেই থেকে আজ পর্যন্ত স্কুলের প্রতিটি পরিবর্তনের সঙ্গে জড়িত ছিলাম। অনেক সহকর্মী এসেছেন, অনেকে বিদায় নিয়েছেন, কিন্তু সহমর্মিতা আর পারস্পরিক শ্রদ্ধাবোধ আমাদের পরিবারে রূপ দিয়েছিল। আজ বিদায়ের এই মুহূর্তে আমি কৃতজ্ঞতা জানাই আমার সব সহকর্মী, শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি, যাঁরা আমাকে এতদিন সাহচর্য দিয়েছেন।’

আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আব্দুর রব। তিনি রনজয় স্যারের শিক্ষা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তিনি শুধু একজন শিক্ষকই নন, ছিলেন একজন আদর্শ মানুষ। তিনি শিক্ষা দিয়েছেন নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের।’

দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ বলেন, ‘রনজয় কুমার দাস ছিলেন একজন অত্যন্ত নিবেদিতপ্রাণ শিক্ষক। শিক্ষার্থীদের পাঠদানে তাঁর আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। তিনি ছিলেন দক্ষ, অভিজ্ঞ ও আদর্শ শিক্ষকের প্রকৃত প্রতিচ্ছবি। একজন শিক্ষকের যে গুণাবলি থাকা প্রয়োজন, তাঁর মাঝে তা পূর্ণরূপে বিদ্যমান ছিল।’

এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান, সুভ্রকান্তি সেন, সাইফুল ইসলাম, বেলাল আহমদ, মতিউর রহমান, অভিভাবক প্রতিনিধি আবুল হাসান তাপাদার প্রমুখ। বক্তারা রনজয় কুমার দাসের দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ওসমান হাদি ইন্তেকাল করেছেন
১৯ ডিসেম্বর ২০২৫ রাত ১২:২৭:১১



সংবাদ ছবি
মনোনয়নপত্র নিলেন মির্জা ফখরুল
১৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৬:৫৬




সংবাদ ছবি
ফসলি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে হত্যা
১৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৮:৩৮


Follow Us