• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ সকাল ০৬:০৪:১৪ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে সিইবির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৩ জুন ২০২৫ দুপুর ১২:০৫:১৪

সংবাদ ছবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে কমিউনিটি ইমপাওয়ারমেন্ট বাংলাদেশ (সিইবি) কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

Ad

১২ জুন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের সংবর্ধনা দেয়া হয়।

Ad
Ad

সিইবি কর্তৃক বিনামূল্যে কোচিংয়ে অংশ নিয়ে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে তাদের জন্য ওই সংবর্ধনার আয়োজন ছিল।
সিইবি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংসহ অস্বচ্ছল ওইসব শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে কাজ করে। তারই ধারাবাহিকতায় এ বছরও শিক্ষার্থীরা সিইবি ফাউন্ডেশনের শিক্ষায়তন থেকে প্রস্তুতি নিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন সিইবি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস এর বায়োইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোওয়ারুল হাসান।

বক্তব্য বলেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আরিফ আনিস, কার্যনির্বাহী কমিটির সদস্য শরীফা মমতাজ, ডা. জাবেদ আলম, ইরফান রাজু, সৈয়দ ফাখরুল হুদা, সৌদি আরবপ্রবাসী সৈয়দ আজহার সাদাত ও ইঞ্জিনিয়ার ওয়াশিক প্রমুখ।

তারা বলেন সঠিক দিকনির্দেশনা,অধ্যবসায় এবং সময়োপযোগী সহায়তা পেলে যে কোনো শিক্ষার্থী উচ্চশিক্ষার সোপানে পৌঁছাতে পারে। সিইবি ফাউন্ডেশন এই কার্যক্রমের মাধ্যমে সমাজে একটি বাস্তব পরিবর্তন আনার জন্য কাজ করে যাচ্ছে। এতে তারা সফলতাও পেয়েছে। এই ফাউন্ডেশন বিশ্বাস করে মেধা সবার মাঝে রয়েছে,কিন্তু সেই মেধা বিকাশের সুযোগ সবার ভাগ্যে আসে না। আমরা সেই সুযোগ তৈরি করার জন্যই কাজ করছ যাতে প্রতিভাবানরা পিছিয়ে না পড়ে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের দেয়া হয় সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র। সাথে প্রত্যেক বিজয়ী শিক্ষার্থীকে ২ হাজার ৫০০ টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ওসমান হাদি ইন্তেকাল করেছেন
১৯ ডিসেম্বর ২০২৫ রাত ১২:২৭:১১



সংবাদ ছবি
মনোনয়নপত্র নিলেন মির্জা ফখরুল
১৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৬:৫৬




সংবাদ ছবি
ফসলি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে হত্যা
১৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৮:৩৮


Follow Us