• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩২ ভোর ০৫:০৮:৫০ (03-Nov-2025)
  • - ৩৩° সে:

শিবালয়ে নৌ পুলিশের অভিযান, গ্রেফতার ৭৮

১৯ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১১:৫৯

সংবাদ ছবি

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি: মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা ও যমুনায় অবৈধভাবে ইলিশ শিকারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া নৌ থানা পুলিশ।

Ad

গত ৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর শনিবার পর্যন্ত টানা অভিযানে ৭৮ জনকে গ্রেফতার ও ১ কোটি ৫১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

Ad
Ad

পাটুরিয়া নৌ থানা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম জানান, ‘অভিযান চলাকালে ৭টি নিয়মিত মামলা দায়ের করে ১৫ জনকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আরও ৬৩ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া অভিযানে জব্দ করা হয় ৩৯৩ কেজি ইলিশ মাছ ও পাঁচটি মাছ ধরার নৌকা।’

তিনি জানান, ‘জব্দ কারেন্ট জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করছি। পদ্মা-যমুনায় কোনোভাবেই অবৈধভাবে ইলিশ শিকার করতে দেয়া হবে না।’

তিনি আরও জানান, ‘অভিযান চলাকালে নদী তীরবর্তী এলাকায় ২০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলেদের সচেতন করতে মাইকিং ও প্রচারণাও চালানো হয়। মা ইলিশ রক্ষায় পুলিশের টহল কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।’

অভিযানে স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৬২
২ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:২১

সংবাদ ছবি
শাহজাদপুরে মোটরসাইকেল রেস, আরোহী নিহত
২ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৪:৩৫




Follow Us