মতলব (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান লস্কর ও চাঁদপুর জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক দেখতে পান ছেংগারচর বাজারস্থ থানা রোডে বিএনপির স্থায়ী কার্যালয়ের দরজায় তালা ঝুলছে এবং দলের ব্যানার ও সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, তারা সকালে অফিসে এসে দেখতে পান অফিসের সামনে থাকা দলের ব্যানার, পোস্টার ও সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। পরে দেখা যায় দরজায় তালাও ঝুলানো। এতে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।


বিএনপি নেতা হান্নান লস্করসহ বেশ কয়েকজন স্থানীয় নেতা অভিযোগ করে বলেন, আমাদের দলের কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য এ ধরনের কাজ করা হচ্ছে। গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৩৭টি আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন দিয়েছে। এর মধ্যে চাঁদপুর-২ আসনে ড.জালাল উদ্দীন কে প্রাথমিক মনোনয়ন দিয়েছে দল। তার গ্রুপের নেতাকর্মীরা গতকাল রাতে আনন্দ মিছিল করে আমাদের বিএনপির দলীয় অফিসে তালা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চাঁদপুর- ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক মন্ত্রীপুত্র জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার ছবি সম্মিলিত ব্যানার নামানো রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী।
অন্যদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি তারা তদন্ত করে দেখছেন। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
দলের তৃণমূল নেতারা জানান, চাঁদপুর -২ আসনে বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী ছিলো দল থেকে গতকাল বিএনপির প্রাথমিক মনোনয়ন দিয়েছেন ড. জালাল উদ্দিনকে, এখনও চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি। এরমধ্যেই এলাকায় আনন্দ মিছিল করার উদ্দেশ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এরা যা অত্যন্ত দুঃখজনক।
এ ঘটনায় সামনে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এমন ঘটনা কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available