• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা পৌষ ১৪৩২ রাত ০৯:৩২:১৭ (18-Dec-2025)
  • - ৩৩° সে:

ইউপিডিএফ’র বাধার মধ্যেও রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা

১০ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:০৪:৩৮

সংবাদ ছবি

রাঙামাটি প্রতিনিধি: চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল)-এর বাধা ও ভয়ভীতির মধ্যেও রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম হারাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

Ad

১০ নভেম্বর সোমবার দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে একজন শিশু বিশেষজ্ঞ, একজন গাইনি বিশেষজ্ঞ এবং একজন মেডিকেল অফিসার অংশগ্রহণ করেন। নারী, শিশু ও প্রবীণসহ সীমিতসংখ্যক স্থানীয় বাসিন্দা এ ক্যাম্প থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং বিনামূল্যে ওষুধ পান। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রায় ২ লক্ষ টাকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিতরণের পরিকল্পনা নেওয়া হয়।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসা কার্যক্রম শুরু হওয়ার আগেই ইউপিডিএফ (মূল) সদস্যরা এলাকাবাসীর ওপর ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে, যাতে তারা সেনাবাহিনীর ক্যাম্পে অংশ না নেন। সংগঠনের সদস্যরা বিভিন্ন পাহাড়ি পাড়ায় গিয়ে হুমকি দেয় যে, কেউ চিকিৎসা নিতে গেলে জরিমানা ও শাস্তির মুখে পড়তে হবে। এ কারণে বহু অসুস্থ মানুষ চিকিৎসা গ্রহণে দ্বিধাগ্রস্ত হন।

তবুও সেনাবাহিনীর সদস্যরা মানবিক দৃষ্টিভঙ্গি ও ধৈর্য ধারণ করে নির্ধারিত সময় পর্যন্ত চিকিৎসা কার্যক্রম চালিয়ে যান। যারা চিকিৎসা নিয়েছেন, তারা সেনাবাহিনীর এ উদ্যোগে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলের জনগণের কল্যাণে সেনাবাহিনী সবসময় নিবেদিত। শান্তি, নিরাপত্তা ও মানবিক সহায়তার প্রতি সেনাবাহিনীর অঙ্গীকার অবিচল। যে কোনো সশস্ত্র গোষ্ঠীর ভয়ভীতি বা বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড জনগণের সেবায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে জানানো হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
মনোনয়নপত্র নিলেন মির্জা ফখরুল
১৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৬:৫৬




সংবাদ ছবি
ফসলি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে হত্যা
১৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৮:৩৮


সংবাদ ছবি
তাইওয়ানে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প
১৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১১:৫১



Follow Us