নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন মো. আল ইমরান খাঁন। তাঁর যোগদানকে স্বাগত জানাতে আজ ৭ ডিসেম্বর রোববার উপজেলা পরিষদ হলরুমে এক পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

বেলা ১২টার দিকে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, গণমাধ্যমকর্মী, জুলাই যোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা পর্বে বক্তারা নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে নলডাঙ্গার উন্নয়ন, জনসেবা কার্যক্রমের গতি বাড়ানো এবং চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন।


নবাগত ইউএনও মো. আল ইমরান খাঁন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নলডাঙ্গার মানুষের সঙ্গে মিলেমিশে স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে প্রশাসনিক কাজ এগিয়ে নিতে চাই। উন্নয়ন ও জনসেবার প্রতিটি কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার কিষোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসিবুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available