নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ভোলাহাট ও গোমস্তাপুরে পৃথক তিনটি ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

৯ ডিসেম্বর মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে।


স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, দুপুরে শিবগঞ্জ উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর বাজারে বাসেদ আলী (৯৩) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হন। নিহত বাসেদ নারায়ণপুর গ্রামের মৃত রিফাত উল্লাহ’র ছেলে। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, রাস্তা পার হওয়ার সময় ধান বোঝায় একটি ভটভটি বাসেদ আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, এদিন দুপুরে ভোলাহাট উপজেলায় দলদলী ইউনিয়নের ইসলামপুর মসজিদের সামনে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রলি ধাক্কা দেয় হাসান (৮) নামের শিশুকে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রলিচালক দ্রুত পালিয়ে গেলেও স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। মৃত শিশুটি দলদলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আশরাফুলের ছেলে। ভোলাহাট থানার ওসি একরামুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ট্রলিটি আটক করা হয়েছে। সড়ক ও পরিবহন আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, একইদিন দুপুরে গোমস্তাপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের তেঁতুল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভোলাহাট উপজেলার জামবাড়িয়া গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে আশিক (২৮) ও বড়গাছি গ্রামের মৃত আপেল মাহমুদের ছেলে আব্দুল্লাহ রুশো (৩০)। তারা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে রহনপুর-আড্ডা সড়কের তেঁতুল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেলসহ ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে পুলিশ মরদেহগুলো দেখেছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি-দাওয়া না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available