• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪০:১৯ (16-Dec-2025)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত

১৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৩:৫৬

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া : সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতুর নিকট কাভার্ড ভ্যানচাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। 

Ad

১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টার দিকে মোটরসাইকেল যোগে পাবনার ঈশ্বরদী থেকে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

Ad
Ad

নিহতরা হলেন, পুলিশ পরিদর্শক (এসআই নি.) মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েস উদ্দিন। দুজনই পাবনার ঈশ্বরদী ডিএসবিতে কর্মরত ছিলেন।

নিহত পুলিশ পরিদর্শক (এসআই নি.) মোজাহারুল ইসলাম রংপুরের পীরগাছা থানার ইটাকুমারী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে ও এএসআই কয়েস উদ্দিন রাজশাহীর তানোর থানার রাতৈল গ্রামের কছিমদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন, কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ। 

তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঈশ্বরদী থেকে মোটরসাইকেলযোগে তারা কুষ্টিয়ার দিকে আসছিলেন। লালন শাহ সেতু পার হয়ে ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী কাভার্ডভ্যান মটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আর কার্ভাডভ্যানসহ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
রিশাদের অভিষেক ম্যাচে জয় পেল হোবার্ট হারিকেন্স
১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:৩৫








Follow Us