মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের পার শিমুলিয়া গ্রামে এক রাতে তিনটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে একটি বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান থেকে প্রায় চার লাখ টাকা, একটি ওষুধের ফার্মেসি থেকে ৩০ হাজার টাকা এবং একটি চায়ের দোকান থেকে বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

১৭ ডিসেম্বর বুধবার গভীর রাতে পার শিমুলিয়া গ্রামের মাঠ এলাকায় এ চুরির ঘটনা ঘটে।


ভুক্তভোগী দোকান মালিকদের মধ্যে বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকানটির মালিক মো. আপেল মাহমুদ রনি। তিনি মান্দা উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. মুসলেম শাহানার ছেলে। চায়ের দোকানের মালিক আফজাল হোসেন এবং ওষুধের ফার্মেসিটির মালিক ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হান্নানের ভাই আব্দুল মান্নান।
দোকান মালিক আপেল মাহমুদ রনি জানান, প্রতিদিনের মতো বুধবার রাত আনুমানিক ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। পরদিন সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দোকানে গিয়ে তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে ঢুকে ক্যাশে রাখা বিকাশ ও নগদ ব্যবসার লেনদেনের প্রায় চার লাখ টাকা পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, একই সময়ে পাশের আরও দুটি দোকানেও চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available