• ঢাকা
  • |
  • রবিবার ৭ই পৌষ ১৪৩২ বিকাল ০৪:৩৬:০৯ (21-Dec-2025)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে মারধর ও লুটের মামলার আসামি গ্রেফতার

২১ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:২৩:২৪

সংবাদ ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গলাচিপা মধ্যপাড়া এলাকায় অবস্থিত গোল্ডেন বেঙ্গল ফিসারিজ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানে হামলা, মারধর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

২০ ডিসেম্বরর শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির নাম মো. সুরত আলী। তিনি কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকার মৃত কিতাব আলীর ছেলে।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে একদল বেআইনি জনতা প্রতিষ্ঠানটিতে হামলা চালায়। এসময় প্রতিষ্ঠানটির কর্মচারিদের মারধর করে কয়েকজনকে গুরুতর আহত করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান থেকে নগদ আনুমানিক ৬০ হাজার টাকা লুট করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী পক্ষ কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে আসামি মো. সুরত আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

মামলার বাদী এস এম ময়দুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের কয়েকজন লোক পূর্বপরিকল্পিতভাবে আমার ও আমার ভাই আতিকুল ইসলাম রিপনের  ওপর হামলা চালিয়ে মারধর করে আমার কাছে থাকা ৬০ হাজার টাকা লুট করে নেয়। এতে আমি শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান জানান, ‘আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
নবীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
২১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৪৬:২৮


সংবাদ ছবি
বামনায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযানে জরিমানা
২১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:২৯:৪৯


সংবাদ ছবি
বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ
২১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০৩:৩৭



Follow Us