টুঙ্গিপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ২৭৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ সনদ ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
২৯ডিসেম্বর সোমবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা হলরুম বজ্রকণ্ঠে জাতীয় মহিলা সংস্থার টুঙ্গিপাড়া উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে ইভেন্ট ম্যানেজমেন্ট, ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, বিউটিফিকেশন, বিজনেস ম্যানেজমেন্ট ও ই-কমার্স—এই পাঁচটি ক্যাটাগরিতে ৮০ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করা ২৭৫ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।


চেক ও সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা টুঙ্গিপাড়া উপজেলা কর্মকর্তা সাবরিনা সিমু, টুঙ্গিপাড়া মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী ও টুঙ্গিপাড়া উপজেলা ইঞ্জিনিয়ার মোহাম্মদ জালাল উদ্দিন খানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নারীরা আত্মকর্মসংস্থানে এগিয়ে এসে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available