গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ও গাজীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আশঙ্কাজনকহারে বেড়েছে অবৈধ জুয়ার আড্ডা। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলা এসব আসরে অংশ নিয়ে নিঃস্ব হচ্ছে শত শত মানুষ। প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় জুয়াড়িরা বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার সাইল্লা পাড়া ও ডালীপাড়া এলাকায় প্রকাশ্যে জুয়া ও মাদকের আড্ডা বসছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আইজুল, ফরজুল ও সামছুল তাদের নিজ বাড়িতেই গড়ে তুলেছেন জুয়ার বিশাল সিন্ডিকেট। প্রতিদিন বিকেল ২টা থেকে শুরু হয়ে রাত ২টা পর্যন্ত চলে এই আসর। সেখানে জুয়ার পাশাপাশি চলে বিভিন্ন ধরনের নেশার আড্ডা।
জুয়ায় টাকা খুইয়ে নিঃস্ব হয়ে ঘরে ফিরছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। এর ফলে ঘরে ঘরে বাড়ছে অশান্তি। অনেক ক্ষেত্রে জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে সাধারণ মানুষ চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে।


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, "প্রতিদিন এই আসরগুলোতে লক্ষ লক্ষ টাকার লেনদেন হচ্ছে। মানুষ তার সারা দিনের কামাই তো দিচ্ছেই, উল্টো জমি-জমা বা ঘরের আসবাবপত্র বিক্রি করেও জুয়ার বোর্ডে ঢালছে।"
সাধারণ মানুষের অভিযোগ, এই ভয়াবহ পরিস্থিতির কথা পুলিশ প্রশাসনকে একাধিকবার জানানো হলেও দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রশাসনের নিরবতাকে অপরাধীরা ঢাল হিসেবে ব্যবহার করছে। তেলিহাটি ও গাজীপুর ইউনিয়নের সাধারণ মানুষের দাবি, দ্রুত এই সব আস্তানায় অভিযান চালিয়ে এলাকার শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা হোক।
স্থানীয় সচেতন মহল মনে করেন, এই অবৈধ ব্যবসা বন্ধ করা না গেলে এলাকায় বড় ধরনের সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে।
এবিষয়ে শ্রীপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন বলেন, শ্রীপুর থানার সীমানার মধ্যে কোথাও কোনো প্রকার মাদক কেনাবেচা বা জুয়ার আসর চলতে দেওয়া হবে না। যেখানেই অপরাধের খবর পাওয়া যাবে, সেখানেই পুলিশের অভিযান পরিচালিত হবে। আমাদের লক্ষ্য একটি অপরাধমুক্ত ও সুস্থ সমাজ গঠন করা।"
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available