• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে পৌষ ১৪৩২ রাত ০৩:২৩:৩৪ (10-Jan-2026)
  • - ৩৩° সে:

একই আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

৯ জানুয়ারী ২০২৬ সকাল ১০:০৭:৫৩

একই আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

নওগাঁ (পশ্চিম) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশনের গঠিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

Ad

নওগাঁ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৭ জানুয়ারি বুধবার লিখিত ব্যাখ্যা চেয়ে নোটিশ জারি করা হয়। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মো. শিমুল সরকার স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গত সোমবার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি বিশেষ দোয়া মাহফিল ও শোক সভায় ব্যানারযুক্ত অনুষ্ঠানে ডা. ইকরামুল বারী টিপু প্রকাশ্যে নির্বাচনী বক্তব্য দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Ad
Ad

নোটিশে আরও উল্লেখ করা হয়, একই দিন ও বিভিন্ন সময়ে তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে একাধিক নির্বাচনী প্রচারণামূলক ভিডিও, গণসংযোগ ও পোস্টার প্রকাশ করা হয়েছে। বিশেষ করে “গত সোমবার বিকেলে গণসংযোগ” শিরোনামের একটি ভিডিও লিংক কমিটির নজরে আসে। এসব কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও ১৮-এর পরিপন্থী বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

এ কারণে আগামী ১৪ জানুয়ারি ২০২৬ সকাল ১১টা ৩০ মিনিটে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত ভবনে অবস্থিত সিভিল জজ আদালত, আত্রাই-এ স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ডা. ইকরামুল বারী টিপু বলেন, তিনি আচরণবিধি লঙ্ঘনের একটি নোটিশ পেয়েছেন এবং নির্ধারিত সময়ে ব্যাখ্যা প্রদান করবেন।

অপরদিকে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুর রাকিবকেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৮ জানুয়ারি বৃহস্পতিবার নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক ও নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. শিমুল সরকার এ নোটিশ জারি করেন।

নোটিশে বলা হয়, সম্প্রতি একটি খেলার অনুষ্ঠানে ভোটারদের প্রভাবিত করতে প্রকাশ্যে টাকা বিতরণ করেন আব্দুর রাকিব এবং একই সময়ে ভোট চেয়ে বক্তব্য দেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তার এই কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৪ ও ১৮ লঙ্ঘনের শামিল বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে আগামী ১৫ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে নওগাঁর সিভিল জজ আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মো. আব্দুর রাকিব সাংবাদিকদের বলেন, তিনি আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত একটি নোটিশ পেয়েছেন এবং যথাসময়ে আদালতে হাজির হয়ে নিজের বক্তব্য উপস্থাপন করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ব্যালট বাক্স নষ্ট বা হারালে ভোট বন্ধ: ইসি
ব্যালট বাক্স নষ্ট বা হারালে ভোট বন্ধ: ইসি
৯ জানুয়ারী ২০২৬ রাত ০৯:২৮:৪৮


বাসা থেকে পায়ে হেঁটে অফিসে তারেক রহমান
বাসা থেকে পায়ে হেঁটে অফিসে তারেক রহমান
৯ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৩৪:৩১


নদীর বুকে রাতে জেগে থাকা মানুষ পরশ মাঝি
নদীর বুকে রাতে জেগে থাকা মানুষ পরশ মাঝি
৯ জানুয়ারী ২০২৬ রাত ০৮:২৪:৫৫


মিয়ানমার সীমান্তে বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ
মিয়ানমার সীমান্তে বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ
৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:১২


শেষ দিনে ইসিতে আপিলের হিড়িক, ১৩১ প্রার্থীর আপিল
শেষ দিনে ইসিতে আপিলের হিড়িক, ১৩১ প্রার্থীর আপিল
৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:৫৫


Follow Us