ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ির ব্যাটেলিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিক বিন অবস্থায় এক লক্ষ বিশ হাজার টাকার মূল্য মানের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

গত ২২ জানুয়ারি ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজেপি এর অধীনস্থ রানীনগর ও অচিন্তপুর বিওপি কর্তৃক পৃথক দুটি অভিযান চালিয়ে ৫৭০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট এবং ৪৯০ পিস নেশা জাতীয় ইঞ্জেকশন আটক করতে সক্ষম হয়।


আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লক্ষ ১৯১০০ টাকা । ২৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, ভবিষ্যতেও বিজেপি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available