নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অবৈধভাবে মাটি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন।

১৭ জানুয়ারি শনিবার দুপুরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ।
এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ১ জনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
অবৈধ মাটি উত্তোলনের সঙ্গে জড়িত অর্থ দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- উত্তর ভবানীপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে রবিউল আওয়াল।
সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ বলেন, অবৈধভাবে ফসলি মাটি কাটার অভিযোগে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available