• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩২ রাত ১২:৫৭:৪৯ (08-Sep-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

২৬ মে ২০২৩ বিকাল ০৩:৩৭:৪৯

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মার্কিন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা নতুন ভিসানীতি বাংলাদেশে স্বাগত জানানোয় যুক্তরাষ্ট্র খুশি হয়েছে বলেও জানিয়েছে দেশটি।

স্থানীয় সময় ২৫ মে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার একথা জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ব্রিফিংয়ের বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের অভ্যন্তরে কোনও রাজনৈতিক দলের কী করা উচিত বা কী করা উচিত নয় সে বিষয়ে আমি কোনও কথা বলবো না। আমি যেটা বলব, তা হচ্ছে – (বাংলাদেশে) অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। আর এ কারণেই আমরা বাংলাদেশের নির্বাচন ইস্যুতে নতুন ভিসানীতি ঘোষণা করেছি।

তিনি বলেন, মার্কিন সরকারের পক্ষ থেকে যে ঘোষণা আমরা দিয়েছি সেটাকে (বাংলাদেশ থেকে) স্বাগত জানানোয় আমরা আনন্দিত হয়েছি। আমরা বিশ্বাস করি, শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার অগ্রগতির জন্য সবচেয়ে স্থায়ী উপায় হচ্ছে গণতন্ত্র।

তিনি আরও বলেন, এই কারণেই আমরা এই ঘোষণা দিয়েছি, এবং উভয় দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বাংলাদেশ সরকারের সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।

এর আগে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের স্বার্থে এক নতুন ভিসা নীতির কথা ঘোষণা করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার এ কথা ঘোষণা করেন।

উল্লেখ্য, এই নীতির আওতায় যে কোনও বাংলাদেশি ব্যক্তি যদি দেশে গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত করার জন্য দায়ী হন বা এরকম চেষ্টা করেছেন বলে প্রতীয়মান হয়, তাহলে যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করতে পারবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নাগেশ্বরীতে শিশুর মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪
৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৯:১৭



সংবাদ ছবি
কেরানীগঞ্জে মায়ের হাতে ছেলে খুন
৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৫:০৫

সংবাদ ছবি
সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল, আটক ১
৭ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪১:২১

সংবাদ ছবি
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫৮০ জন
৭ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৩:৪৩

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে মেট্রো রেলের দাবিতে মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৫:৫৩