• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই মাঘ ১৪৩২ রাত ০৯:২২:০৫ (26-Jan-2026)
  • - ৩৩° সে:

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের শীর্ষে ঢাকা

২৬ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩৯:১০

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের শীর্ষে ঢাকা

অনলাইন ডেস্ক: শীতের শুষ্ক মৌসুমেও কমছে না ঢাকার বায়ুদূষণ। বরং দিন দিন পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। বিশ্বের ১২৭টি শহরের তালিকায় বায়ুদূষণের দিক থেকে শীর্ষ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

Ad

২৬ জানুয়ারি সোমবার সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত লাইভ এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, ২৬২ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে তালিকার শীর্ষে রয়েছে ঢাকা। এ মানকে নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

Ad
Ad

আইকিউএয়ার জানিয়েছে, এ ধরনের বায়ুমানে জানালা বন্ধ রাখা এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা জরুরি। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বায়ুদূষণের মাত্রা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সোমবার সকালে ঢাকার যেসব ১০ এলাকায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি ছিল, সেগুলো হলো, নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড এলাকা (৪৯৯), ধানমন্ডি (৩৪৪), মিরপুরের দক্ষিণ পল্লবী (৩২৪), ইস্টার্ন হাউজিং (২৯৭), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৮৪), মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর (২৬৯), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৩৫), খিলগাঁওয়ের গোড়ান (১৯৮), পেয়ারাবাগ রেললাইন এলাকা (১৭৯) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুকাররাম ভবন এলাকা (১৩৮)।

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার একিউআই স্কোর ১৯৮। তালিকার তৃতীয় অবস্থানে আছে চীনের উহান, স্কোর ১৮৯। উভয় শহরের বাতাসের মানও নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত।

একিউআই স্কোর অনুযায়ী, ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি এবং ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। ১৫১–২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১–৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১–৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






৩০ হাজার ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা
৩০ হাজার ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা
২৬ জানুয়ারী ২০২৬ রাত ০৮:০২:৫৯

বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
২৬ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫৩



ভোট দিয়েছেন ৪ লাখের বেশি প্রবাসী
ভোট দিয়েছেন ৪ লাখের বেশি প্রবাসী
২৬ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:০৬


Follow Us