• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩২ সকাল ০৮:০৮:৪৯ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অপপ্রচারে শিক্ষক সমিতির প্রতিবাদ

১ মে ২০২৪ বিকাল ০৫:১২:৩৬

সংবাদ ছবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ৩০ এপ্রিল দৈনিক সমকাল পত্রিকার শেষ পৃষ্ঠায় 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিস্তর অভিযোগ' শীর্ষক একটি সংবাদ প্রচার হয়। এ সংবাদকে একটি ভিত্তিহীন, অসত্য সংবাদ প্রচার উল্লেখ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

Ad

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক বিবৃতিতে উল্লেখ করা হয়, দৈনিক সমকালের মতো একটি জাতীয় দৈনিকে তথ্য-উপাত্ত যাচাই বাছাই না করেই উপাচার্যের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা করা হয়েছে। যা নিন্দনীয়! রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিরোধী একটি কুচক্রীমহলের ইন্ধন ও প্ররোচনায় এসব করা হচ্ছে বলে মনে করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

Ad
Ad

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজমকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার মধ্য দিয়ে দৈনিক সমকাল প্রকারান্তরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে ।

সুনির্দিষ্ট কোন উদ্ধৃতি ও প্রমাণ ব্যতীত এমন অভিযোগ জাতীয় গণমাধ্যমে প্রকাশকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করে এবং পত্রিকার এমন তৎপরতাকে অপ্রত্যাশিত, অনভিপ্রেত ও হতাশাব্যঞ্জক আখ্যা দেন। তারা জাতীয় গণমাধ্যমের নিকট  আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন। একইসঙ্গে শিক্ষক সমিতি দৈনিক সমকাল কর্তৃপক্ষকে অসত্য সংবাদ প্রকাশের দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
পুলিশে ২৭৩ জন এসআই পদে পদোন্নতি
৪ নভেম্বর ২০২৫ সকাল ০৮:০৬:০৫







সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১


Follow Us