• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ সকাল ০৯:১১:৪৭ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

রাবিপ্রবিতে তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধন

১৭ মে ২০২৫ সকাল ০৯:২৯:২৯

সংবাদ ছবি

রাঙামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ও বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটি (বিবিবিএস) এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স এন্ড বায়োসায়েন্স কার্নিভাল (আইসিবিসি) উদ্বোধন হয়েছে

১৬ মে শুক্রবার দুপুরে রাঙ্গামাটির পর্যটন হলিডে কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর ও আইসিবিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রথমবারের মতো বায়োসায়েন্স কনফারেন্স ও কার্নিভাল আয়োজন করতে পেরে শুধুমাত্র রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গর্বিত। এ ধরনের কনফারেন্স বিশ্ববিদ্যালয়কে পার্বত্য চট্টগ্রামের মানুষদের অপূরণীয় চাহিদা এবং বৈজ্ঞানিক উদ্ভাবনে নেতৃত্ব দেবে।

এরপর প্লেনারী সেশনের প্রথম বক্তা হিসেবে আইসিডিডিআরবি বায়োসেফটির প্রধান ও বাংলাদেশ বায়োসেফটি এন্ড বায়োসিকিউরিটি সোসাইটির সভাপতি ড. আসাদুল গণি বক্তব্য রাখেন। তিনি বলেন, টেকসই স্বাস্থ্যসেবা একটি বহুবিষয়ক পদ্ধতি (মাল্টিডিসিপ্লিনারি এপ্রোচ) শুধুমাত্র মেডিকেল সায়েন্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিসটিকস-সহ এধরনের সব ডিসিপ্লিন একসাথে জড়ো করে মানুষ এবং প্রাণীকূলের সামগ্রিক স্বাস্থ্যসেবা (ওয়ান হেলথ) নিশ্চিত করার জন্য কাজ করতে হয়। ২০২৫ সালে উন্নত বিশ্বে বায়োটেকনোলজি মাধ্যমে ল্যাব অটোমেশন চালু করছে, যেখানে বায়োসেফটি লেভেল ফোর নিশ্চিত করতে ল্যাব রোবট দিয়ে পরিচালনা করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মনিরা আহসান তার বক্তব্যে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঔষধ আবিষ্কারে সঠিক উৎস নির্বাচনে নির্ভুলতা ও কার্যকারিতা নির্ধারণে কাজ করে। এআই অল্প সময়ের মধ্যে ঐতিহ্যবাহী জ্ঞান এবং ডাটাবেইজকে একত্রিত করে নতুন ঔষধ তৈরীতে সহায়তা করে।

গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বলেন, বাংলাদেশে মেধার অভাব নেই। পর্যাপ্ত গবেষণাগার এবং গবেষণা উপকরণের অভাব রয়েছে তাই বিজ্ঞানের চর্চায় যেসব বাধা রয়েছে সেগুলো দূর করে অব্যাহত রাখতে হবে। ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার একটা সর্ম্পক গড়ে তুলতে হবে।

গেস্ট অব অনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা বলেন, এ অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে এবং বিশ্ববিদ্যালয় সম্প্রসারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা থাকবে, যাতে এটি এখানকার জাতি নির্বিশেষে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ও উন্নত জীবিকা নিশ্চিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. রাকিবুল ইসলাম এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান, সহকারী অধ্যাপক ও আইসিবিসি’র সেক্রেটারি ড. নিখিল চাকমা ধন্যবাদ জ্ঞাপন করেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ভেদরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু, আহত ১
২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:৪১



সংবাদ ছবি
রাজধানীর মৌচাকে মসজিদে আগুন
২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:১০