• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ সকাল ১১:৫২:৫১ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ঢাকা কলেজে ' জাগ্রত জুলাই ২৪ ' উদযাপন

২৮ জুলাই ২০২৫ সকাল ০৯:৪৯:০৪

সংবাদ ছবি

ঢাকা কলেজ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা কলেজ শাখার উদ্যোগে জাগ্রত জুলাই ২৪ উদযাপন করা হয়েছে।

২৭ জুলাই রোববার দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের জুলাই চত্বরে আফজাল হোসেন রাকিবের সভাপতিত্বে ও সজিব উদ্দিনের সঞ্চালনায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। 
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ৭১ পরবর্তী সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রজনতাকে। আজকের যে পরিবেশে দাঁড়িয়েছি এটা ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ফসল। এর মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে অধিকারের কথা এবং অন্যের মতামতকে গুরুত্ব দিতে হবে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে যদি আমরা সামনে আগাতে না পারি তাহলে পূর্বের পুনরাবৃত্তি ঘটতে পারে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদ বলেন, আমাদের প্রধান কাজ দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো। আমরা এই লড়াইটি চালিয়ে যাব। বিগত সময়ে ক্যাম্পাসে যে সহিংসতার রাজনীতি দেখেছি তা আর দেখতে চাই না। কলেজ বিশ্ববিদ্যালয়ে মতাদর্শিক রাজনীতি দেখতে চাই। আগামীতে ক্যাম্পাসগুলোতে বুদ্ধিবৃত্তিক রাজনীতি চলবে। যে রাজনীতির মাধ্যমে পুরো জাতি উপকৃত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
বামনায় ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:০৭:৩২




সংবাদ ছবি
ঘাসের বস্তায় মিললো ১ লাখ ৩০ হাজার ইয়াবা, আটক ১
৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪১:৩২