• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:২৮:২৩ (02-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

রাজনীতি, বিদেশ গমন ও রাষ্ট্রবিরোধী পোস্ট দেয়ায় নোবিপ্রবি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১ আগস্ট ২০২৫ সকাল ১০:৪৪:৩৫

সংবাদ ছবি

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) অণুজীববিজ্ঞান বিভাগের কর্মকর্তা জিয়াউর রহমান ভূঁইয়া ওরফে সম্রাটকে সাময়িক বরখাস্ত করেছে। তার বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা, অনুমতি ছাড়াই বিদেশ যাত্রা, শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগ আনা হয়েছে।

৩১ জুলাই বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে কেন তাকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হবে না, তা আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, এর আগেও নোবিপ্রবি প্রশাসন থেকে গত ২৮ মে তাকে কারণ দর্শানোর একটি নোটিশ পাঠানো হয়। তার জবাবে তিনি নিজেকে একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করেন। যা নোবিপ্রবি আইন, ২০০১-এর ধারা ৪৭(৫) অনুযায়ী সুস্পষ্টভাবে নিষিদ্ধ। এই ধারায় বলা আছে, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা কর্মকর্তা রাজনৈতিক দলে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকতে পারবেন না।

এছাড়া, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি ২০ এপ্রিল ২০২৫ তারিখে ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করে নোবিপ্রবি কর্তৃপক্ষের অনুমতি (সরকারি আদেশ বা জিও) ব্যতীত বিদেশে যান। এ কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ২(চ) এর সরাসরি লঙ্ঘন। এখন পর্যন্ত তার দেশে ফেরার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

চিঠিতে আরও বলা হয়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও রাষ্ট্রবিরোধী মন্তব্য ও পোস্ট করে যাচ্ছেন, যা জাতীয় ঐক্য ও সম্প্রীতির পরিপন্থী। এই কর্মকাণ্ড নোবিপ্রবি আইন, ২০০১-এর ধারা ৪৭(৮), সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা, ২০১৮-এর বিধি ২(খ), ৩(খ), ৩(গ) এবং ২০১৯ সালের সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকার ২(ক) ও (খ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

এ সকল বিষয়ে জানার জন্য অভিযুক্ত সম্রাটের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৬ মে থেকে তিনি কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত রয়েছেন। ফলে, নোবিপ্রবি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। তাকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি, কেন তাকে স্থায়ীভাবে অপসারণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৭



সংবাদ ছবি
ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৭:১৮


সংবাদ ছবি
নীলফামারীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ১
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:২৪:৫৯