ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজ আবৃত্তি সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

১১ ডিসেম্বর বৃহস্পতিবার চিফ মডারেটর ও অধ্যক্ষের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রকাশিত তালিকায় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২০-২১ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী আমিনুর রশিদ আমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী মো. আমিনুল ইসলাম।


নবনির্বাচিত সভাপতি আমিনুর রশিদ আমিন বলেন, ঢাকা কলেজ আবৃত্তি সংসদের দীর্ঘদিনের কর্মী হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও এ সংগঠন ভাষা–সংস্কৃতি ও উপস্থাপনা দক্ষতা শেখানোর অনন্য ভূমিকা রেখে এসেছে। আগামী দিনে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে আমরা আরও নিয়মিত ও কার্যকর কার্যক্রম আয়োজন করবো। নতুন কমিটি ঘোষণার পর ১৬ ডিসেম্বর উপলক্ষে এটিএন বাংলায় দলীয় আবৃত্তি পরিবেশন করবে আবৃত্তি সংসদ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ঢাকা কলেজ আবৃত্তি সংসদ একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সংগঠন, এর দায়িত্ব পাওয়ায় আমি সত্যিই আনন্দিত। আমি আশা করি সংগঠনটি আগামী দিনে আরও সুন্দরভাবে এগিয়ে যাবে। শিক্ষার্থীদের ভাষা–সংস্কৃতি চর্চাকে সমৃদ্ধ করাই আমাদের প্রধান লক্ষ্য।
উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন ২০২১-২২ সেশনের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিজ-উর রহমান ও উচ্চমাধ্যমিকের মানবিক বিভাগের শিক্ষার্থী আইনুদ্দীন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আবদুল মতিন।
ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হলেন, ওলিদ মাহমুদ, অর্থ সম্পাদক মো. সিহাব মৃধা। দপ্তর সম্পাদক প্রচার ও প্রকাশনা সম্পাদক যথাক্রমে আনোয়ার হোসেন প্রিন্স ও মো. আরিফুল ইসলাম।
উল্লেখ্য, 'উচ্চারিত প্রতিটি শব্দই হোক শিল্প' এই স্লোগানকে সামনে রেখে ২০২১ সালের ডিসেম্বরে ঢাকা কলেজ আবৃত্তি সংসদের যাত্রা শুরু হয়। কার্যক্রম শুরুর কিছুদিন পর তৎকালীন অধ্যক্ষের নির্দেশে আবৃত্তি সংসদের কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পূনরায় আবৃত্তি সংসদ এর কার্যক্রম চালু হওয়ায়, এখন উদ্যম গতিতে এগিয়ে চলছে ঢাকা কলেজ আবৃত্তি সংসদ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available