• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই পৌষ ১৪৩২ বিকাল ০৪:৫৫:৪৬ (01-Jan-2026)
  • - ৩৩° সে:

‘নতুন বছরকে ঘিরে নোবিপ্রবি শিক্ষার্থীদের প্রত্যাশা’

১ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:০৬:০৯

‘নতুন বছরকে ঘিরে নোবিপ্রবি শিক্ষার্থীদের প্রত্যাশা’

নোবিপ্রবি প্রতিনিধি: সারাবিশ্বের মতো বাংলাদেশেও ইংরেজি নববর্ষ ঘিরে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে মানুষ ফিরে দেখে তার অর্জন ও ব্যর্থতা, আর নতুন বছরের কাছে প্রত্যাশা করে নতুন সূচনা। অতীতের গ্লানি পেছনে ফেলে নতুন আশা, স্বপ্ন ও পরিকল্পনাই হয়ে ওঠে বছরের প্রথম অঙ্গীকার।

Ad

বিশ্ববিদ্যালয় জীবন স্বপ্ন ও সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরাও নতুন বছরের আগমনে উজ্জীবিত নতুন প্রত্যাশা ও দৃঢ় সংকল্পে। তারা চায় একটি কার্যকর, সুশৃঙ্খল ও ভবিষ্যতমুখী শিক্ষাজীবন।

Ad
Ad

শিক্ষার্থীদের প্রধান দাবি একাডেমিক সুষ্ঠুতা। তারা চায় একটি সময়ানুবর্তী একাডেমিক ক্যালেন্ডার, যেখানে পাঠদান, পরীক্ষা ও ফলাফল নির্ধারিত সময়ে সম্পন্ন হবে।

একই সঙ্গে গবেষণার সুযোগ সম্প্রসারণ শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ প্রত্যাশা। আধুনিক ল্যাব, পর্যাপ্ত যন্ত্রপাতি, গবেষণা সহায়তা ও অনুপ্রেরণাদায়ী শিক্ষকমণ্ডলী একটি বিজ্ঞানভিত্তিক বিশ্ববিদ্যালয়ের জন্য অপরিহার্য বলে তারা মনে করে।

ক্যাম্পাস জীবনকে আরও বাসযোগ্য করতে আধুনিক শ্রেণিকক্ষ, আবাসন সুবিধা, মানসম্মত খাবার, স্বাস্থ্যসেবা ও বিনোদনের সুযোগ বৃদ্ধির দাবিও উঠে এসেছে।

এছাড়া, শিক্ষার্থীরা প্রত্যাশা করে একটি স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব প্রশাসন, যেখানে তাদের যৌক্তিক সমস্যা দ্রুত সমাধান পাবে। নতুন এই বছরে নোবিপ্রবি নিয়ে তাদের প্রত্যাশা জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী।

নতুন বছরে নোবিপ্রবিকে ঘিরে আমার প্রত্যাশা অনেক।প্রথমত,আমি চাই নতুন বছরে নতুন উদ্যমে নোবিপ্রবির শিক্ষাঙ্গন ভরে উঠুক শিক্ষার্থীদের বহু দিনের দাবি যেমন : স্বাস্থ্য সম্মত খাবার,উন্নতমানের মেডিক্যাল চিকিৎসা ,আধুনিক ক্যাফেটেরিয়া ও উন্নত মানের খেলা উপযোগী মাঠ ইত্যাদি পূরণের মাধ্যমে। দ্বিতীয়ত, নতুন বছরে প্রশাসনের কাছে সকল শিক্ষার্থীর প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন চাই ,যাতে করে শিক্ষার্থীদের দাবি আদায়ে বলিষ্ঠ ও সৎ প্রতিনিধি নির্বাচন করতে পারি।তৃতীয়ত,ক্যাম্পাসের একাডেমিক প্রতিবন্ধকতা গুলো যেমন - ল্যাব ও ক্লাস রুম সংকটের পরিসমাপ্তি চাই।এছাড়া নোবিপ্রবি যাতে দেশের সেরা বিশ্ববিদ্যালয় গুলোর কাতারে আসে সে অনুযায়ী পদক্ষেপ দেখতে চাই।চতুর্থত ,ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসের রাজনৈতিক সংগঠন গুলো কিভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে সে বিষয়ে প্রশাসন কর্তৃক নীতিমালা প্রদান করতে হবে।যাতে করে ক্যাম্পাস রাজনীতিতে ছাত্রলীগের কালচার আর ফিরে না আসে।পরিশেষে নতুন বছরে নোবিপ্রবির প্রতি আমার প্রত্যাশা ক্যাম্পাস হয়ে উঠুক শিক্ষার্থীদের জয়জয়কার ও আনন্দ উল্লাসে ভরপুর। ক্যাম্পাসের প্রতিটি কর্ণার হয়ে উঠুক শিক্ষার্থীদের প্রাণের সঞ্চার।সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। (আল মাহমুদ, সমুদ্রবিজ্ঞান-১৬ তম আবর্তন)

নতুন বছরে নিজের সীমাবদ্ধতা গুলো কাটিয়ে উঠে পুরো বছরটা যেনো আনন্দে উপভোগ করতে পারি এটিই প্রত্যাশা। নোবিপ্রবি নিয়েও প্রত্যাশা আছে কিছু। নিজের অনার্স জীবনের শেষ বছরে নোবিপ্রবি কে যেনো আরো উৎফুল্ল দেখি, সবার মাঝে সৌহার্দ্য আরো বাড়ুক। শান্তি নিকেতন, প্রশান্তি, ময়নাদ্বীপ ভরে উঠুক তারুণ্যের উচ্ছ্বাসে। একাডেমিক বিল্ডিং ৩ এর মতো নবিপ্রবির দুঃখ গুলো অবসানে প্রশাসনের কার্যকর পদক্ষেপ যেনো দেখতে পারি। কেন্দ্রীয় মসজিদের মিনারের সেই মায়াবী আলোয় মুছে যাক সব কলঙ্ক। সর্বোপরি, নবিপ্রবি হোক একটা অশ্লীলতামুক্ত, নিরাপদ এবং শিখার্থীবন্ধব তরুণ প্রাণের স্থান। অথিতি পাখিদের মতো প্রত্যেক শিক্ষার্থীর জন্যেও এই ক্যাম্পাস হয় উঠুক শান্তির নীড়। (তানভির হাসান ইয়ামিন, ব্যাবসায় প্রশাসন -১৭ তম আবর্তন)

নতুন বছরে আমার প্রত্যাশা নোবিপ্রবি ক্যাম্পাসে আরও উন্নত শিক্ষার পরিবেশ, আধুনিক গবেষণা সুবিধা এবং শিক্ষার্থীদের জন্য বেশি সুযোগ তৈরি হোক। বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীদের থাকার জন্য হল সুবিধা দেওয়া হোক। ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও স্কিল ট্রেনিং,ল্যাব,অবকাঠামোগত উন্নয়ন জোরদার হোক। সবচেয়ে বড় প্রত্যাশা, ক্যাম্পাসে রাজনৈতিক সহিংসতা বন্ধ হয়ে শান্তিপূর্ণ ও মেধাভিত্তিক পরিবেশ বজায় থাকুক। (মাহবুবা রহিম রিচি, ইন্সটিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস -১৯ তম আবর্তন)

নতুন বছরে নোবিপ্রবি প্রশাসনের কাছে আমার প্রত্যাশা: একাডেমিক ভবন-৩ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ, শ্রদ্ধেয় ভিসি ও প্রোভিসিকে আরেক টার্ম পাওয়া, শিক্ষক সংকটে বাড়তি ভর্তি না বাড়ানো এবং ছাত্রসংসদ নির্বাচন দিয়ে বাকস্বাধীনতা সুরক্ষা নিশ্চিত করা। (কাইসার আহাম্মদ আবিদ, রসায়ন-১৮ তম আবর্তন)

নোবিপ্রবিতে নিয়মিত মানসম্মত গবেষণা হচ্ছে, শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক জার্নালে কাজ প্রকাশ করছেন। তবু এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন হয়নি। এই বাস্তবতায় আমার প্রত্যাশা, ২০২৬ সালেই নোবিপ্রবি একটি আন্তর্জাতিক গবেষণা সম্মেলনের উদ্যোগ নেবে। এর পাশাপাশি সেশন জট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানাচ্ছি। (সামিয়া ইসলাম, অনুজীববিজ্ঞান-১৯ তম আবর্তন)

নতুন বছর নোবিপ্রবির শিক্ষার্থীদের মনে নতুন আশার আলো জ্বালায়। তাদের স্বপ্ন, এই বিদ্যাপীঠ একদিন গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চার একটি শক্তিশালী কেন্দ্রে পরিণত হবে, যেখানে ডিগ্রির পাশাপাশি গড়ে উঠবে দায়িত্বশীল ও আলোকিত মানুষ। সেই প্রত্যাশা নিয়েই তারা এগিয়ে যেতে চায় নতুন বছরের পথে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড়ে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
পঞ্চগড়ে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:২৯:৩১









Follow Us