ইইউবি প্রতিনিধি : মঙ্গলবার, ৬ জানুয়ারি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এক প্রাণবন্ত ও স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম মরতুজা।


ভিসি, নবীন আইন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আইন শিক্ষা কেবল একটি পেশার প্রস্তুতি নয়, এটি ন্যায়বিচার, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনের একটি শক্তিশালী মাধ্যম। তোমাদের দায়িত্ব হবে জ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগানো এবং ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে P & D ডিরেক্টর এবং (CCC)-এর মেম্বার সেক্রেটারি নাকিব আল কাউসার। তিনি বলেন, “Career Counselling Centre (CCC) মূলত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাব কার্যক্রমের কেন্দ্রবিন্দু। এই সেন্টারের মাধ্যমে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে ৮টি ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে এবং আরও দুটি নতুন ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টুডেন্ট অ্যাডভাইজার এমদাদুল হক, আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট জসীম উদ্দীন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাদিয়া সেলিম স্বর্ণা, প্রভাষক শাহরিয়ার শামীম, আইভী রহমান, আরাফাত হোসেন, মোহাম্মদ সায়েদ দাউদ, রুকায়া খাতুন ও নাহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন Career Counselling Centre (CCC)-এর স্টুডেন্ট অ্যাডভাইজার তানজিম হোসেন অন্তর, সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি তামিম রেজা, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের অফিশিয়াল গ্রুপের এডমিন আব্দুল্লাহ আল আজমী, ইইউবি ট্যুরিজম ক্লাবের সভাপতি মমিনুল হক হামিম এবং জুরিস থিঙ্ক কমিউনিটি থেকে রাহাত মাহমুদ, নিবির, শিহাবসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এবং নবীন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, নেতৃত্ব ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available