• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ রাত ০৮:৩৪:১৭ (13-Jan-2026)
  • - ৩৩° সে:

হাবিপ্রবির ভর্তি পরীক্ষায় চার ইউনিটে ৯৪ হাজার ভর্তিচ্ছু

১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫১:৩০

হাবিপ্রবির ভর্তি পরীক্ষায় চার ইউনিটে ৯৪ হাজার ভর্তিচ্ছু

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটে মোট ৯৪ হাজার ৩৭৫ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

Ad

১৩ জানুয়ারি মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার এ তথ্য নিশ্চিত করেছে।

Ad
Ad

আইসিটি সেন্টার সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর বিকাল ৪টা থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

হাবিপ্রবিতে মোট আসন সংখ্যা ১ হাজার ৭৯৫টি। সে হিসাবে একটি আসনের বিপরীতে গড়ে প্রায় ৫২ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন।

ইউনিটভিত্তিক তথ্যে দেখা যায়, ‘এ’ ইউনিটে ৫৩৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩০ হাজার ২৭৫টি। এতে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন প্রায় ৫৬ জন পরীক্ষার্থী। ‘বি’ ইউনিটে মোট ৭৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৬ হাজার ৮১২টি, যেখানে প্রতি আসনে লড়ছেন গড়ে ৩৭ জন ভর্তিচ্ছু। শাখাভিত্তিক ‘বি’ ইউনিটের আর্কিটেকচার বিভাগে ৩০টি আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিযোগিতা করছেন প্রায় ৪১ জন।

এছাড়া ‘সি’ ইউনিটে ২৮০টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ৯ হাজার ১৯১টি। এতে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩২ জন। শাখাভিত্তিক হিসাবে বিজ্ঞান ও অ-বিজ্ঞান শাখায় প্রতি আসনে গড়ে প্রায় ৪৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন।

অন্যদিকে ‘ডি’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৭ হাজার ৯৭টি। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রায় ১১২ জন পরীক্ষার্থী প্রতিযোগিতা করবেন, যা অন্যান্য ইউনিটের তুলনায় সর্বোচ্চ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি পর্যায়ক্রমে তিন দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
১৩ জানুয়ারী ২০২৬ রাত ০৮:১০:০৩





ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ছাড়াল দুই হাজার
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ছাড়াল দুই হাজার
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৫২


ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:২৮:৩৫



Follow Us