• ঢাকা
  • |
  • রবিবার ১২ই মাঘ ১৪৩২ রাত ০৯:৫৫:১৩ (25-Jan-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুর পলিটেকনিকে চাকরির মেলা

২৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:৩৬:৫০

লক্ষ্মীপুর পলিটেকনিকে চাকরির মেলা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করা হয়েছে।

Ad

২৫ জানুয়ারি রোববার ক্যাম্পাসে স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি সিভি জমা দেওয়ার সুযোগ পেয়ে চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

Ad
Ad

শহরের বাইশমারা এলাকায় অবস্থিত পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস মাঠে ‘এসেট’ প্রকল্পের অর্থায়নে এ চাকরি মেলার আয়োজন করা হয়। সকালে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফ।

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ও মেলার সমন্বয়ক দেবব্রত কুমার নাথ, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন এবং বিসিক শিল্পনগরী লক্ষ্মীপুরের উপ-ব্যবস্থাপক ফজলুল করিম।

মেলায় দেশের খ্যাতনামা ১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট, হোলসিম বাংলাদেশ পিএলসি, এএমআর আর্কিটেক্ট অ্যান্ড কনস্ট্রাকশন, বিডি কলিং আইটি এবং এনজিএস সিমেন্ট উল্লেখযোগ্য। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি শিক্ষার্থীদের সিভি সংগ্রহ করে এবং যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দেয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. ইউছুফ বলেন, ‘এই চাকরি মেলা শিক্ষিত বেকার যুবকদের জন্য একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে তরুণরা কর্মমুখী হবে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।’

আয়োজকরা জানান, হাতে-কলমে কারিগরি শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যেই এই আয়োজন। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সরাসরি নিয়োগকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে এবং নিজের ক্যারিয়ার গঠনের সম্ভাবনা দেখে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিসিবির ‘সাকিব কার্ড’
বিসিবির ‘সাকিব কার্ড’
২৫ জানুয়ারী ২০২৬ রাত ০৮:০৬:২৫








Follow Us