• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ বিকাল ০৩:২০:৪০ (02-Sep-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

নৌবাহিনীর পৃথক অভিযানে টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আটক ১

২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:২২:০২

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দেশের দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে কক্সবাজারের টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী।

৩১ আগস্ট রোববার দিবাগত রাতে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ দমদমিয়া ভাঙ্গা ব্রিজ সংলগ্ন পাহাড়ের নিকটস্থ  একটি ডাকাতের আস্তানায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী।

অভিযানকালে  ডাকাত দল নৌবাহিনীর  উপস্থিতি টের পেয়ে পাহাড়ের গহিনে পালিয়ে গেলেও তাদের আস্তানায় তল্লাশি করে ১টি দেশীয় পিস্তল (এলজি) ও ২০ রাউন্ড ৭.৬২ মি. মি. তাজা গোলা জব্দ করা হয়।

অপরদিকে একই রাতে জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নস্থ দেবেঙ্গা পাড়ায় অভিযান চালিয়ে মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি ফারুককে নগদ ১৬৩৫১ টাকা এবং দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ি হতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্র ও গোলাসহ আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব  থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌ বাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মাদক ও অস্ত্রসহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে  নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
নুরকে দেখতে ঢামেকে মির্জা ফখরুল
২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৪২:০০