রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ ফাতেমা বেগম (২৫) নামে এক নারীকে আটক করা হয়েছে।

৭ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।


আটক ফাতেমা বেগম থোয়াইংগাকাটা সামারঘোনা গ্রামের নুর আহম্মদের মেয়ে। পুলিশ জানায়, ফাতেমা বেগম মূলত চিহ্নিত ডাকাত নুরুল আবছার ওরফে ল্যাং আবছার ও ডাকাত রহিমের সকল অপকর্মের অন্যতম সহযোগী।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল কুখ্যাত সন্ত্রাসী ল্যাং আবছার এর বাড়িতে এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, ৬টি বড় চাইনিজ রাইফেলের গুলি, ৪৯টি ছোট পিস্তলের গুলি এবং ৪টি ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করা হয়। এছাড়া একটি বড় বন্দুকের বাটের অংশবিশেষসহ দুটি লম্বা ধারালো দা ও একটি কাটার জব্দ করা হয়েছে। সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশের তথ্যমতে, অভিযানের মূল লক্ষ্য ল্যাং আবছার একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, গুম, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি ও মাদক চোরাকারবারিসহ বিভিন্ন অপরাধে অন্তত ১০টি মামলা রয়েছে, যার মধ্যে ৪টিই হত্যা মামলা।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, ‘যৌথ বাহিনীর অভিযানে বিদেশি ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। তাকে মালামালসহ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ল্যাং আবছারসহ এ ধরনের চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available