• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩২ ভোর ০৪:৪৯:২২ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে এতিমখানার নামে লাখ লাখ টাকা লুটের অভিযোগ

২৩ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:২৫:৩১

সংবাদ ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি: জেলার রাণীশংকৈল উপজেলায় বেসরকারি এতিমখানাগুলোতে ভুয়া এতিম শিশু দেখিয়ে লাখ লাখ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। অধিকাংশ শিক্ষার্থীর মা-বাবা থাকলেও পিতার মৃত সনদ দেখিয়ে মাদ্রাসার ছাত্রদের এতিম পরিচয়ে সমাজসেবা অধিদপ্তর কর্তাদের যোগসাজসে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ হরিলুট করছে বলে অভিভাবকরা অভিযোগ করছেন।

Ad

সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় ১৯টি বেসরকারি এতিমখানা রয়েছে। অভিযোগ উঠেছে, উপজেলার ভরনিয়ার হাট গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং কর্তৃপক্ষ এতিমদের ভুয়া মৃত্যুসনদ দেখিয়ে লাখ লাখ টাকা লুটপাট করছে।

Ad
Ad

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, মাদ্রাসার শিক্ষার্থী ইউসুফ ও খালেদার পিতা আব্দুল খালেক নামক ব্যক্তির মৃতসনদ পত্রটি তার সাথে ব্ল্যাকমেইল করে সই নিয়েছে মাদ্রাসার মুহতামিম মোজাফফর।

মাদ্রাসার প্রধান মোজাফ্ফর বলেন, শিক্ষার্থী ইউসুফের মা বলেছিলেন ইউসুফের পিতা আব্দুল খালেক মারা গেছে। এমন কথা শুনে তিনি ইউসুফের পিতার মৃত সনদটি নিয়েছেন চেয়ারম্যানের কাছ থেকে।

সমাজসেবা কর্তৃপক্ষের যোগসাজসে তিনি নিয়মবহির্ভূতভাবে মাদ্রাসাটি পরিচালনা করে আসছেন বলে স্থানীয়দের ধারণা। শিক্ষার্থী ইউসুফ এবং খালেদা বলছে, তাদের বাবা আব্দুল খালেক এখনো জীবিত রয়েছে।

শিক্ষার্থী ইমন বলছে, মিথ্যা কথা শিখানো হতো তাদের। ওই প্রতিষ্ঠানের শিক্ষক তাদের বলতেন, কোনো সাংবাদিক তোমাদের বাবা-মা সম্পর্কে জানতে চাইলে বলবে, বাবা মারা গেছে। ইমনের পিতা বলেন, মাদ্রাসার বোর্ডিংয়ে থাকাকালীন প্রতিমাসে ১২শ’ টাকা মাদ্রাসার প্রধানকে দিতেন।

শিক্ষার্থী হেদাই’র পিতা মিজানুর রহমান বলেন, এতিম ও দুস্থ তালিকায় তার সন্তানকে দেখানো হয়েছে। অথচ, তিনি জানেন না। তিনি বলেন, প্রতিমাসে হেদাই’র বেতন দেওয়া হয় ১৭-১৮শ’ টাকা।

শিক্ষার্থী বাদলের মাতা চাঁনতারা বেগম বলেন, মাদ্রাসায় প্রতিমাসে ১৮শ’ থেকে ২ হাজার টাকা বেতন দিতেন। অথচ, এতিম ও দুস্থ তালিকায় দেখানো হয়েছে বাদলকে। ভরনিয়ার হাট গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের মুহতামিম মোজাফফরের বিরুদ্ধে এসব অনিয়ম দুর্নীতির অভিযোগ করেন অভিভাবকবৃন্দ। এভাবে নিজের মনগড়া এতিমের তালিকা তৈরি করে সমাজসেবা অফিসে জমা করার পর মুহতামিম হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।

এদিকে ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত ‘রাণীশংকৈল উপজেলার নেকমরদ পীরনাছেরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা লিল্লাহ বোডিং ও ইসলামিয়া শিশু সনদে’র প্রধান মিজানুর রহমান বলেন, অত্র মাদ্রাসার আবাসিকে থেকে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করে থাকে। তিনি বলেন, আবাসিকে থেকে খাওয়া দাওয়া করে। এখান থেকে নেকমরদ আলিমুদ্দীন সরকারী উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে শিক্ষার্থীরা। মোট শিক্ষার্থী ৩৫ জন, তার মধ্যে ১৫ জনের জন্য ক্যাপেটিশন পায় প্রতিষ্ঠানটি। সরেজমিনে পাওয়া গেছে ৬ জন শিক্ষার্থী।

জানতে চাইলে মাদ্রাসাটির প্রধান বলেন, মাদ্রাসায় আবাসিক-অনাবাসিক ছাত্র রয়েছে। অনেকে ছুটিতে রয়েছে। তাই উপস্থিতি কম। এ প্রতিষ্ঠানটি হচ্ছে দাতব্য প্রতিষ্ঠান। মাদ্রাসার সঠিক শিক্ষার্থীদের সম্পর্কে জানতে চাইলে তিনি বিভিন্ন অজুহাত দেখানোর চেষ্টা করেন। মাদ্রাসা প্রধান এতিমের সঠিক তথ্য দিতে ব্যর্থ হন।

এতিমদের টাকা যাতে নির্দিষ্ট খাতে ব্যয় হয় সে জন্য সঠিক তালিকা তৈরি করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। এছাড়াও উপজেলার প্রায় মাদ্রাসাগুলোতে এতিম শিক্ষার্থী একেবারে কম।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমের নিকট এ বিষয়ে ভিডিও সাক্ষাৎকার চাইলে তিনি বলেন, ডিডি স্যারের লিখিত অনুমতি ছাড়া কোনো ধরনের ভিডিও সাক্ষাৎকার দেওয়া যাবে না।

ঠাকুরগাঁও সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) আল-মামুন বলেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম সঠিক উত্তর দেননি। ভিডিও সাক্ষাৎকার দিতে ডিডির লিখিত অনুমতি লাগে না।

তিনি বলেন, আগেও শুনেছি, রাণীশংকৈল উপজেলার ভরনিয়ার হাট কবরস্থান সংলগ্ন যে এতিমখানাটি আছে, ওখানে নাকি একাধিক শিক্ষার্থী আছে, যাদের বাবা আছে অথচ তাদের মৃত সনদ দেখিয়ে এতিম দেখানো হচ্ছে। এ বিষয়ে তারা ক্যাপিটেশন গ্র্যান্ট নিচ্ছে।

তিনি বলেন, খুব শীঘ্রই সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১

সংবাদ ছবি
ঢাকাতে বিএনপির প্রার্থী হলেন যারা
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:২৮

সংবাদ ছবি
যে আসনে লড়বেন তারেক রহমান
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৯


Follow Us