• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৭:০৯:২৭ (05-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাগেরহাটে ৭শ’ বিঘার মৎস্য ঘের দখলের অভিযোগ

১০ অক্টোবর ২০২৪ দুপুর ১২:২২:১২

সংবাদ ছবি

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে 'ইন্টার এক্সপার্ট ইন্টাঃ লিমিটেড' এর প্রায় ৭শ’ বিঘার একটি মৎস্য ঘের জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কোদালিয়া বিলে ৮ অক্টোবর বুধবার মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় কোম্পানির নিবার্হী পরিচালক মো. জাহিদ খান মোল্লাহাট থানা ও আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ইন্টার এক্সপার্ট ইন্টাঃ লিমিটেড এর নিবার্হী পরিচালক মো. জাহিদ খানের লিখিত ও মৌখিক অভিযোগ থেকে জানা যায়, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া বিলে তাদের কোম্পানির ২২৬ একর বা ৬৮৫ বিঘার একটি ঘের রয়েছে। ওই ঘেরে মঙ্গলবার দুপুরে জনৈক মাসুদ শেখ, ইফতেখার আহমেদ পলাশ ও জাকির ভুঁইয়ার নেতৃত্বে অর্ধশতাধিক লোক আকস্মিক হানা দেয়। ঘেরের ৬ জন কর্মচারীকে তাড়িয়ে দিয়ে তারা ঘের দখল করে। পরবর্তীতে কর্মচারীদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনায় লিখিত অভিযোগ করেন কোম্পানির নির্বাহী পরিচালক। ওই ঘটনার যথাযথ আইনানুগ প্রতিকারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন মো. জাহিদ খান।

এ বিষয়ে অভিযুক্ত মাসুদ শেখ মুঠোফোনে বলেন, তিনি জাকির ভুঁইয়ার কাছ থেকে লিজ নিয়েছিলেন, যেহেতু ওই জমি নিয়ে বিরোধের বিষয় জানতে পারছেন, সেহেতু তিনি ওই ঘেরে আর যাবেন না। তিনি বলেন, লিজের জন্য দেয়া টাকা জাকির ভুঁইয়ার কাছে ফেরত চেয়েছেন তিনি।

অন্যদিকে জাকির ভুঁইয়া বলেন, কাগজপত্রে বৈধ মালিক তিনি। তার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বকশীগঞ্জে বিখ্যাত মহিষের টক দইয়ের হাট
৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:২৬

সংবাদ ছবি
নারায়নগঞ্জে ৫ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২২:১৯


সংবাদ ছবি
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এক সপ্তাহে ১২ জনের মৃত্যু
৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৫:১৭