• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ সকাল ০৭:৪০:০৮ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ধর্ষণ চেষ্টা, যুবককে ধরে পুলিশে দিল জনতা

১৭ মার্চ ২০২৫ সকাল ০৮:১৯:৪৯

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: এক প্রেমিক যুগলকে রাঙ্গুনিয়ায় কৌশলে এনে প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ধর্ষণের চেষ্টা চালায় এক যুবক। এসময় প্রেমিকার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে যুবককে ধরে পুলিশে হস্তান্তর করে।

১৫ মার্চ শনিবার সন্ধ্যায় উপজেলার লালানগর ইউনিয়নের চাঁদ নগর নামক স্থানে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মো. রফিক (৩৯)। তিনি উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের আন্ন সিকদার পাড়া গ্রামের তাজুল মল্লিকের ছেলে। তার বিরুদ্ধে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মামলা দিলে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, ওই তরুণীর বাড়ি ঢাকা এবং তার প্রেমিক আবিদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। ফেসবুকে প্রেমের সম্পর্কে তারা ১৫ দিন আগে পালিয়ে এসে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করেন। এদিকে আটক মো. রফিকের সাথে আবিদের আগে থেকে বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেই সুবাদে রফিক তার বন্ধু আবিদ ও তার প্রেমিকাকে তার নিজ গ্রামের বাড়িতে বেড়াতে নিয়ে আসবে বলে লালানগর পাহাড়স্থ চাঁদ নগর নিয়ে আসেন। এ সময় রফিক ও তার সাথে থাকা ৪-৫ জন সহযোগীর সাহায্যে আবিদকে মেরে তার মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেন৷এরপর তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তাড়িয়ে দেন। পরে ধর্ষণের উদ্দেশ্যে ওই তরুণীকে টেনে পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার সময় তার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে রফিককে ঘটনাস্থল থেকে আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নারী নির্যাতন মামলা করেছেন। ওই মামলায় মো. রফিক নামে একজনকে গ্রেফতার কর হয়েছে। পরে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ভেদরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু, আহত ১
২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:৪১



সংবাদ ছবি
রাজধানীর মৌচাকে মসজিদে আগুন
২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:১০





সংবাদ ছবি
এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৭